Advertisement
Advertisement

Breaking News

Love Relationship

প্রাক্তনের সঙ্গে ফের প্রেম? মাথায় রাখুন এই ৭ বিষয়

প্রেমে পড়া মোটেই বারণ নয়, তবে এবার একটু বুদ্ধি করে!

make your ex fall back in love with you | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:July 13, 2021 8:40 pm
  • Updated:July 13, 2021 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে পুরনো চাল ভাতে বাড়ে। প্রেমের ব্যাপারেও কিন্তু এই প্রবাদ দারুণ মিলে যায়। ঠিক যেমন ওল্ড ইজ গোল্ড কিংবা পুরনো মদে নেশা বেশি! ঠিক তেমনই প্রাক্তন যদি ফের এসে হাজির হয় নতুন প্রেমে, তাহলে তো সেই নেশা চেনা চেনা ঠেকে! কিন্তু এখানেই সাবধান! ভুলে যাবেন না, এই মানুষটাকেই কিছু বছর আগে দূর দূর করে জীবন থেকে তাড়িয়ে ছিলেন। তবে যখন এসেই পড়েছে আবার, না হয় এবার সাবধানে খেলুন পুরনো প্রেম, নতুন মাঠে! (Love tips)

১) চেনা মানুষ ভেবে আগে থেকেই ঝাঁপিয়ে পড়বেন না। বরং যেহেতু চেনা, সেহেতু সাবধানে পা ফেলুন। দেখুন এত বছর পর মানুষটা বদলেছে নাকি একই আছে!

Advertisement

২) ঠিক কী কারণে আগেরবার বিচ্ছেদ! ঠিক করে মনে করে নিন। যদি এবারও সেগুলোর ইঙ্গিত পান, তাহলে এগোন উচিত হবে না।

৩) প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গদগদ প্রেম নয়। বরং বন্ধুত্ব করুন। তারপর সময় নিন।

[আরও পড়ুন: অনলাইন ক্লাসেই প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতা, স্ক্রিনশট ছড়িয়ে পড়ায় বিপাকে ছাত্র]

৪) তুমি এসেছো ফিরে..উদ্ধার করলে আমাকে! এসব চিন্তা মাথাতে এলেও প্রকাশ করবেন না। মনে রাখুন, টেকেন ফর গ্রান্টেড হলেই কিন্তু মুশকিল।

৫) ছকে নিন মনে মনে। ঠিক কী কী কারণে আগের বার ছাড়াছাড়ি হয়েছিল। সেগুলো মোটেই ফের করবেন না। বরং অ্যাডজাস্ট করে ফেলুন।

৬) একটা সরি শব্দে যদি সব কিছু ঠিক হয়ে যায়, তাহলে ইগো না রেখে, সরিটা বলে ফেলুন। দেখবেন সম্পর্ক ঠিক থাকবে।

৭) ব্রেকআপ হয়েছে তো কী হয়েছে। বার বার সেটা প্রিয় মানুষকে মনে করানোর কিছু নেই। বরং পুরনো কথা ভুলে নতুন করে সব কিছু শুরু করুন। আর হ্যাঁ, আপনি যখন জীবনে ছিলেন না, তখন কে বা কারা আপনার প্রাক্তনের প্রেমে ডুব দিয়েছিল, সে প্রশ্ন একেবারেই নয়! মোদ্দা কথা, কৌতুহল বাদ দিন। মন ভরে প্রেম করুন তো !

[আরও পড়ুন: যৌনতায় লজ্জা? কাটিয়ে উঠুন এই ৫ উপায়ে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement