Advertisement
Advertisement
Love Tips

সঙ্গমের আগে টপাটপ খেয়ে ফেলুন এই ৪ জিনিস, বিছানায় উঠবে ঝড়!

প্রাকৃতিক জিনিসেই সমস্যার সমাধান।

Here is How to boost your love play| Sagbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 21, 2024 8:02 pm
  • Updated:February 22, 2024 7:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিছানায় ঝড় তুলতে চান? চরম আদরে সঙ্গীকে ভরিয়ে তুলতে চান? যদি এ সব প্রশ্নের উত্তর হ্য়াঁ হয়, তাহলে অবশ্য সঙ্গমের আগে মুখে টপাটপ পুরে ফেলুন কয়েকটি জিনিস। বিশেষজ্ঞরা বলছেন, এসব খেলে সুনামি উঠবে বিছানায়। না কোনও বাজার চলতি ওষুধ নয়, বরং প্রাকৃতিক জিনিসেই সমস্যার সমাধান।

দুধের মধ্যে অনেক বেশি পরিমাণে প্রাণীজ ফ্যাট রয়েছে। তবে বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চান। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, শরীরে সেক্স হরমোন বাড়াতে প্রচুর ফ্যাট জাতীয় খাবার খেতে হবে।

Advertisement

[আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি রেডিও সঞ্চালক আমিন সায়ানি]

বিশেষজ্ঞরা বলছেন, যৌনতায় ঝড় তুলতে ঝিনুক খেতে পারেন। কারণ ঝিনুকের মধ্যে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য় করে এবং মিলনের ইচ্ছা বাড়াতেও কার্যকরী ঝিনুক।

সঙ্গমের আগে তরমুজ খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যৌন উত্তেজনা তিনগুণ বাড়িতে তুলতে জুড়ি মেলা ভার তরমুজের। তবে শুধু তরমুজই নয়, পাতিলেবুরও বিকল্প নেই। তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে।

Try these Love game for intimacy

যৌন মিলনে উষ্ণতা বাড়াতে চকোলেটের ভূমিকা দারুণ। চকোলেট খেলে সেরোটোনিন নির্গত হয়। যা ভিতর থেকে মনকে তরতাজা করে। উদ্দাম মিলনের আগে চকোলেট খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে সঙ্গম অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হয়।

[আরও পড়ুন: ‘শৈশবের ট্রেজার আইল্যান্ড’, ‘দ্রোণাচার্য’ আমিন সায়ানির প্রয়াণে শোকবার্তা ‘একলব্য’ মীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement