Advertisement
Advertisement

Breaking News

Monsoon Love

বৃষ্টির ফোঁটায় জ্বলে উঠুক কামনার আগুন, সঙ্গমের আগে মাথায় রাখুন এই ৫ বিষয়

প্রাণ জুড়িয়ে ভালোবাসুন।

Know why Monsoon Love is a perfect idea
Published by: Suparna Majumder
  • Posted:May 6, 2024 8:44 pm
  • Updated:May 6, 2024 8:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রিমঝিম গিরে সাভন…’, আজ এই গানের দিন। এতদিন বাদে বৃষ্টি। অল্প-স্বল্প নয়, একেবারে প্রাণ জুড়িয়ে বারিধার নামল কলকাতার বুকে। এমন দিনেই ‘বিকশিত প্রীতিকুসুম হে…’। প্রাণ জুড়িয়ে ভালোবাসুন। কারণ বিশেষজ্ঞরা বলছেন মেঘলা দিনে, বৃষ্টির আমেজে শরীরে সবচেয়ে বেশি সঙ্গমের ইচ্ছা জাগে। তাই বৃষ্টির সময় যৌন সঙ্গম সবচেয়ে বেশি রোম্যান্টিক হয়ে ওঠে।

Rain Love

Advertisement

অনেকেই নিজেদের যৌন-জীবনকে আকর্ষণীয় করে তুলতে বৃষ্টিতে ভিজে যৌন সঙ্গমে লিপ্ত হন। বিশেষজ্ঞরা বলছেন, ভেজা শরীরে সঙ্গম দীর্ঘতর হয়। তাই বৃষ্টিতে ভিজে সঙ্গমে লিপ্ত হওয়া কিন্তু বেশ নতুন রকম অভিজ্ঞতা। তাঁরা মনে করেন, নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই ভেজা শরীর যৌন উদ্দীপনা বাড়াতে সাহায্য করে। তাই বৃষ্টিতে ভিজে কিংবা অল্প বৃষ্টিতে ভিজে ঘরের ভিতরে এসে সঙ্গমে লিপ্ত হলে তা উত্তেজনায় ভরে ওঠে।

[আরও পড়ুন: AC গ্যাস লিক করলে মিলবে না ঠান্ডা হাওয়া! বিষয়টি কী? কীভাবে সুরক্ষিত রাখবেন?]

তবে এমন দিনে মধুর মিলনের আগে কয়েকটি বিষয়ের খেয়াল অবশ্যই রাখা উচিত। যেমন –

এমন দিনে অনেকেই ওপেন এয়ার যৌনতায় মেতে উঠতে ভালবাসেন। কিন্তু বৃষ্টিতে সঙ্গমে মেতে ওঠার আগে দেখে নিন কোন জায়গাটায় দুজনেই কামফর্ট ফিল করছেন।
আপনার যৌনতার এক্সপেরিমেন্টের জন্য যেন প্রতিবেশীর কোনও সমস্যা না হয়। চেষ্টা করুন সেটা মাথায় রাখতে। ভালোবাসায় লুকোছাপা করার ইচ্ছে আপনার নাই থাকতে পারে, তবে অন্যের মতামতকে গুরুত্ব দেওয়াও তো জরুরি।

Rain-Love 1

বৃষ্টির জলে ভিজে যৌনমিলনে লিপ্ত হওয়ার পর অবশ্য পরিষ্কার জলে স্নান করে নিন। শ্যাম্পু করতে ভুলবেন না। এতে ঠান্ডা লাগার সম্ভাবনা কম থাকে।
বৃষ্টিতে যৌনমিলনের আগে ফোরপ্লে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এতেই কামনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। আদরের শেষটা হোক নরম বিছানায় বা সঙ্গীর বাহুডোরে।
অনেকের বৃষ্টির জলে অ্যালার্জি হয়। তাই এই বিষয়টি মাথায় রেখেই এক্সপেরিমেন্টে মেতে উঠুন। শরীরের খেয়াল রাখা খুবই প্রয়োজন।

[আরও পড়ুন: গ্যাংটক, পেলিং অনেক হল, এবার ঘুরে আসুন সিকিমের ‘সাংলাফু’ লেকে, রইল রুট ম্যাপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement