Advertisement
Advertisement

Breaking News

Types of Toxic People

বন্ধুর ছদ্মবেশেই ক্ষতি করার মানসিকতা! ‘ক্ষতিকর’ মানুষ চিনবেন কীভাবে?

আপনার আশেপাশেই থাকতে পারে এমন লোকজন।

Know the types of toxic people you meet every day | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 14, 2023 4:43 pm
  • Updated:June 14, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক / এই দুনিয়া ঘুরে বনবন বনবন / ছন্দে ছন্দে কত রঙ বদলায়…”— সত্যি! দুনিয়ার মতোই রং বদলায় মানুষ। আর এমন মানুষের সংখ্যা এ বিশ্বে কম নেই। আপনার আশেপাশে রোজ ঘুরে বেড়ায়। কেউ আবার বন্ধুর ছদ্মবেশেও থাকে। কীভাবে চিনবেন?

এই ধরনের মানুষজন শুধুমাত্র নিজের স্বার্থ বোঝেন। আর সেই স্বার্থ সিদ্ধি করতে যে কোনও উপায় অবলম্বন করতে পারেন। প্রয়োজনে এমন আবেগপূর্ণ কথা বলতে পারেন যাতে আপনার মন গলে যায়।

Advertisement

Toxic-people-1

এমন ধরনের মানুষও রয়েছে যাঁরা শুধুমাত্র আপনার ভুল ধরতে থাকেন। ছোটখাটো ভুলকেও এতটা বড় করে দেখান যেন আপনি কী ক্ষতিটাই না করে ফেলেছেন! বারবার আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়ার চেষ্টা চলতে থাকে।

[আরও পড়ুন: আগের প্রজন্মের তুলনায় শরীরী চাহিদা কমছে তরুণ-তরুণীদের! চাঞ্চল্যকর দাবি সমীক্ষায়]

কিছু মানুষ আবার সাধারণ পরিস্থিতিকে জটিল করে তুলতে ওস্তাদ। নিজের প্রভাব-প্রতিপত্তি প্রমাণ করতে গিয়ে চারপাশের হাসিখুশি পরিবেশ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেন। আর এর জন্য এমন কিছু মন্তব্য বা কাজ করে দেন যাতে শুধুই আধিপত্যের অহঙ্কার থাকে।

Toxic-people-2

এক ধরনের মানুষ আবার ক্রমাগত ‘ভিক্টিম কার্ড’ খেলতে থাকেন। যেন সমস্ত খারাপ তাঁদের সঙ্গেই হয়েছে। আর তাঁরাই শুধুমাত্র অত্যাচারিত হয়েছেন। এঁরা শুধুই হতাশার কথা বলতে থাকেন। সারাক্ষণ হতাশাজনক কথা শুনলে আপনি হাসিখুশি থাকবেন কীভাবে? তাই এমন মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন। ভাল থাকুন। আনন্দে থাকুন।

[আরও পড়ুন: ফিরছে অতীতের ঐতিহ্য, দাবদাহে গেরস্থের ঘরে মাটির কুঁজো-বোতল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement