সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুটো শরীর যখন পরস্পরকে চায়, সেই শরীরী সঙ্গ দিতে পারে অনন্ত আনন্দের সন্ধান। প্রবল ক্লান্তি কিংবা বিষণ্ণতায় যৌনতার জুড়ি মেলা ভার। কিন্তু যদি সঙ্গম শেষে শরীরে চেপে বসে অস্বস্তি? জেনে নিন কোন কোন ক্ষেত্রে শরীরের মিলন (Physical intimacy) শেষে গা-বমি ভাব দেখা দিতে পারে। এর সমাধানই বা কী। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে গর্ভাবস্থার মিলনে এমন অনুভূতি হতেই পারে। কিন্তু যেহেতু অন্তঃসত্ত্বা অবস্থা শরীরের একটি বিশেষ অবস্থা, তাই সেটাকে বাদ রেখেই আমরা আলোচনা করব।
ডিহাইড্রেশন: সঙ্গমের সময় শরীরে প্রচুর ঘাম হতে থাকে। এর ফলে দৈহিক মিলনের শেষে শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হতে পারে। তাই সঙ্গমের শেষে প্রচুর জল খান।
সার্ভিক্স: সঙ্গমের পরে যদি অসুস্থ বোধ হয়, তাহলে হতেই পারে সার্ভিক্সে চোট লেগেছে। চিকিৎসকরা বলছেন, হতেই পারে আপনার সঙ্গী যৌনতা চলাকালীন সার্ভিক্সে আঘাত দিয়ে ফেলেছেন। মনে রাখতে হবে সার্ভিক্সে বহু নার্ভের প্রান্ত রয়েছে। সেখানে আঘাত লাগলে বমি বমি ভাব হওয়া অস্বাভাবিক নয়।
মূত্রনালীর সংক্রমণ: মূত্রনালীতে সংক্রমণ থাকলে সঙ্গমের সময় স্পর্শকাতর কোষে চাপ পড়তে পারে। ফলে বমি বমি ভাব দেখা দিতেই পারে। বিশেষ করে পিরিয়ড যদি কাছাকাছি থাকে।
উৎকণ্ঠা: অনেক সময় যৌনতার সময় পারফরম্যান্স নিয়ে একটা উৎকণ্ঠা থাকে মনে। এর থেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন কেউ কেউ।
দীর্ঘ সময়ের যৌনতা: দীর্ঘ সময় ধরে চলা যৌনতাও শরীরে অস্বস্তির জন্ম দিতে পারে। আর তা থেকেও গা বমি ভাব দেখা দিতে পারে।
অতিরিক্ত ঝাঁকুনি: সঙ্গম চলাকালীন যদি বেশি নড়াচড়া করা হয়, মাথা বারবার ঝোঁকানো হয় তাহলেও সঙ্গমশেষে বমি বমি ভাব দেখা দেওয়া অস্বাভাবিক নয়।
সমাধান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.