Advertisement
Advertisement

শরীরে ঝরবে আগুন, বিছানায় উঠবে ঝড়, মাখন যৌনতা জানা আছে?

প্রাচীনকাল থেকেই কামসূত্রে মাখন যৌনতা জনপ্রিয়।

Intimate specialist explain Butter intimacy and its benefits
Published by: Akash Misra
  • Posted:June 4, 2024 5:34 pm
  • Updated:June 4, 2024 5:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজকাল কাজের চাপে যৌনতায় ভাঁটা। অফিস থেকে বাড়ি ফিরে এতটাই ক্লান্ত যে ডিনারের পর বিছানায় শুয়েই ঘুম। ফলাফল, নো সেক্স, নো আদর। বিশেষজ্ঞরা বলছেন, শরীরের চাহিদাকে স্ট্রেসের আড়ালে দমিয়ে দেওয়া মোটেই উচিত নয়। বরং নিজেদের প্রেমকে আরও বেশি দৃঢ় করতে নতুন নতুন এক্সপেরিমেন্টে মত্ত হওয়া উচিত। আর এ ব্য়াপারে মাখন যৌনতা দারুণ কাজ দেয়। ভাবছেন, মাখন তো লোকে খায়! যৌনতায় এর কী কাজ?

প্রাচীনকাল থেকেই কামসূত্রে মাখন যৌনতা জনপ্রিয়। এধরনের যৌনতায় মাখনই হবে শরীরী রসায়নের আসল অনুঘটক। এই মাখনেই শরীরে জ্বলবে কামনার আগুন। কীভাবে?

Advertisement

love

১) প্রথমেই জেনে রাখুন। এক চামচ মাখনের মধ্য়েই লুকিয়ে রয়েছে সুস্থ যৌনতার চাবিকাঠি। যৌন বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমের ঠিক এক ঘণ্টা আগে এক চামচ মাখন খেয়ে নিন। এতে যৌনক্রিয়া হবে লম্বা। পুরুষরা অবশ্যই এই নিয়ম মেনে চলুন।
২) তবে শুধুই খেয়ে নয়। লুব্রিকেন্ট হিসেবে মাখন ব্যবহার করুন। অনেক সময়ই সঙ্গমের সময় মেয়েরা ব্যথা অনুভব করেন। মেয়েদের যৌনাঙ্গে, পুরুষাঙ্গ প্রবেশ করার সময় যদি মাখন ব্যবহার করা যায়, তাহলে বিষয়টি মসৃণ হয়।

[আরও পড়ুন: ফোন হারিয়ে দিশাহারা? ব্যক্তিগত ছবি, তথ্যকে সুরক্ষিত রাখবে আপনার ‘বন্ধু’ Google ]


৩) এক চামচ মাখন প্রথমে আগুনে গলিয়ে নিন। তার পর ঠান্ডা করতে দিন। মাখনটি উষ্ণ হলে হালকা হাতে পুরুষাঙ্গ ও স্ত্রীলিঙ্গে মাখন ভালো করে মাখিয়ে নিন। তার পরই শুরু করুন যৌনতা।
৪) যাঁরা ওরাল সেক্স পছন্দ করেন, তাঁদের জন্য কিন্তু এই মাখন দারুণ কাজ দেয়।

৫) যৌনতার ক্ষেত্রে অনেক সময়ই দুই লিঙ্গের ঘর্ষণে বাজে গন্ধ বের হতে পারে। সেক্ষেত্রে মাখন ব্যবহার করলে কিন্তু এই সমস্যার মুখে পড়তে হবে না।
৬) কামসূত্রে শুধু মাখন শরীরে ব্যবহারই নয়। বাটার পজিশনও রয়েছে। এই পজিশনে পুরুষ ও মহিলা দুজনেই সমানভাবে অংশ নয়। এক্ষেত্রে সঙ্গমের সময় মহিলার হাত থাকবে পুরুষাঙ্গে। আর পুরুষের জিভ স্পর্শ করবে স্ত্রীলিঙ্গে। পুরুষের মুখের ভিতর থাকবে একচামচ মতো মাখন। যা কিনা জিভের সাহায্যে স্ত্রীলিঙ্গের ভিতরে প্রবেশ করবে।

[আরও পড়ুন: ডায়েট করছেন? বৃষ্টিভেজা দিনে চাল ছাড়াই কম ক্যালোরির খিচুড়ি বানান, রইল ভিন্ন রেসিপি]

 

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement