Advertisement
Advertisement

Breaking News

Physical Intimacy

যৌন জীবন একঘেয়ে? নতুন ৪ কৌশলে আগুন জ্বালান ফিকে হওয়া আদরে

নিয়মিত যৌনতায় মাতলে কিন্তু মন ও শরীরে দুটোই ভাল থাকবে।

Intimate relationship know these japanese tricks for healthy relationship| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 6, 2023 5:31 pm
  • Updated:October 6, 2023 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার ব্যস্ততা। অফিসে কাজের চাপ। বাড়ি ফিরেই ক্লান্ত দেহ ও মন। সঙ্গীর সঙ্গে যে আদরখেলায় মাতবেন, এনার্জি যেন উধাও। ফলে দিন দিন বোরিং হয়ে যাচ্ছে আপনার যৌন জীবন। দাম্পত্য়ে একটু রং আনতে না হয় এবার নতুন কৌশলে মন দিন। নিয়মিত যৌনতায় মাতলে কিন্তু মন ও শরীরে দুটোই ভাল থাকবে।

১) সঙ্গম শুরুর আগে অ্রর্থাৎ ফ্লোর প্লে করার সময় ব্যবহার করুন বরফ। সঙ্গীর সারা শরীরে বরফ বুলিয়ে দিন। বরফ ছুঁয়ে দিন সঙ্গীর যৌনাঙ্গেও। দেখবেন উত্তেজনা আরও দ্বিগুন হবে। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন ঠান্ডা জলের বোতলও।

Advertisement

২) সঙ্গমের সময় একে অপরের উপরে না উঠে বরং পাশাপাশি থেকে শরীরী খেলায় মেতে উঠুন। অর্থাৎ সাইড সেক্সকেই বেশি গুরুত্ব দিন।

Couple caught intimate in toilet of UK flight

[আরও পড়ুন: CPR দিয়ে অসুস্থ পথচারীর প্রাণ বাঁচালেন গুরমিত, অভিনেতার মানবিকতায় কুর্নিশ নেটপাড়ার]

৩) রাতের বেলা বাড়ির ছাদকে ব্যবহার করতে পারেন সঙ্গমের জন্য়। এক্ষেত্রে একটু বেশি রাতেই ছাদে যান। লক্ষ্য রাখুন আশপাশের বাড়ির ছাদ থেকে যেন কিছু না দেখা যায়। ছাদের মেঝেতে মাদুর বা নরম তোষক পেতে খোলা আকাশের নিচে সেক্সে মত্ত হন।

৪) বাথরুমে শাওয়ারের নিচে সঙ্গমে মত্ত হতে পারেন। এতে সঙ্গমে মজা পাবেন। আর যদি বাথটব থাকে তাহলে তো কথাই নেই। বাথটবের মধ্য়ে জল ভরে সঙ্গমে মত্ত হয়ে যান। দেখবেন এতে আদরের মাত্রা বাড়বে।

Four arrested for making video of couple in hotel room and trying to extort money

[আরও পড়ুন: ‘চেষ্টা করেও বন্যায় ত্রাণ দিতে পারছি না, কী দুরাবস্থা’! হিমাচল সরকারকে তোপ ভূমিকন্যা কঙ্গনার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement