Advertisement
Advertisement

Breaking News

How to know if partner only thinks about intimacy

যৌনতা ছাড়া আর কিছুতেই গুরুত্ব দেন না আপনার সঙ্গী? কীভাবে বুঝবেন?

সঙ্গীর অতিরিক্ত যৌন আসক্তি দূর করবেন কীভাবে?

How to know if partner only thinks about intimacy । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 1, 2023 5:47 pm
  • Updated:May 1, 2023 5:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীর সঙ্গে মন দেওয়া নেওয়ার পর আসে একে অপরের শরীরকে চেনার পালা। ধীরে ধীরে তৈরি হয় দুটি মানুষের শারীরিক সম্পর্ক। তা বলে একে অপরের মনের খেয়াল রাখবেন না, তা তো হতে পারে না। কিন্তু আপনার সঙ্গী কি অন্যরকম? যৌনতা ছাড়া আবেগের কোনও গুরুত্বই দেন না? জেনে নিন অতি কামুক সঙ্গীকে চেনার উপায়।

Sex

Advertisement

আপনার সঙ্গী কী পর্নে আসক্ত? দিনরাত নীলছবিতে বুঁদ হয়ে থাকেন? তবে আজই সাবধান হোন। আপনার সঙ্গীর অতিরিক্ত পর্ন আসক্তি দূর করার চেষ্টা করুন আজই।

Government blocks 67 more websites containing adult material

[আরও পড়ুন: যৌনতার ক্ষেত্রে কুমারী মেয়েই পছন্দ বেশি বয়সের পুরুষদের!]

মনের মানুষের সঙ্গে শরীরী খেলায় মাততে মন চায় সকলেরই। কিন্তু স্থান, কালের কথা মাথায় রাখতে হয়। আপনার সঙ্গী কি সেসব কিছুই ভাবেন না? যৌনতায় মেতে উঠতে চান সারাক্ষণ? সকলের সামনেই আপনার গোপনাঙ্গ স্পর্শ করার চেষ্টা করেন কিংবা চুম্বন করেন? তবে আপনার সঙ্গী যৌনতার প্রতি অতি আসক্ত, তা বুঝে নিন।

England's biggest jail fires 18 female guards for sex with inmates

আপনার সঙ্গী কি বিছানায় পারফরম্যান্স নিয়ে অত্যন্ত চিন্তিত? বিছানায় নতুন নতুন ভঙ্গিমায় যৌনতায় মাততে চান? এই প্রশ্নের জবাব ‘হ্যাঁ’ হলে ধরে নেওয়াই ভাল আপনার সঙ্গী অতি কামুক।

Four arrested for making video of couple in hotel room and trying to extort money

যৌনতার প্রতি অত্যন্ত আসক্তরা এক নারীতে সন্তুষ্ট হন না। তাঁদের যেকোনও সময় যেকোনও মহিলার শরীরী আকর্ষণে বুঁদ হয়ে যেতে পারেন। কারণ, মানসিক টান নয়, যৌনতাই তাঁদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Love

উপরোক্ত লক্ষণগুলি দেখতে পেলে সঙ্গীকে নিয়ে অবশ্যই মনোবিদের কাছে যান। সঠিক পরামর্শই আপনার সঙ্গীকে ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌনজীবন।

Know 6 reasons behind feeling sick after physical intimacy

[আরও পড়ুন: ‘এ ব্যথা কী যে ব্যথা’, সঙ্গমের সময় যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছেন? জেনে নিন মুক্তির উপায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement