Advertisement
Advertisement

Breaking News

Kiss

করোনা আবহে প্রেম দিবস, কতক্ষণের চুমু হবে নিরাপদ? জানালেন চিকিৎসকরা

ঠোঁটে ঠোঁট রেখেও নজর থাকুক ঘড়িতে।

How to kiss your valentine in this pandemic? Read Details | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 14, 2021 10:17 am
  • Updated:February 14, 2021 11:31 am  

স্টাফ রিপোর্টার : ‘রোজ ডে’ (Rose Day), ‘প্রপোজ ডে’ (Propose Day), ‘টেডি ডে’, ‘হাগ ডে’র (Hug Day) পর অবশেষে হাজির ‘ভ্যালেন্টাইনস ডে’ (Valentine’s Day)। তাই ভালবাসার দিনে যুগলদের মন উড়ু উড়ু তো হবেই। কিন্তু ভুললে চলবে না, করোনা (Corona) এখন পুরোপুরি আমাদের ছেড়ে যায়নি। অগত্যা মানতে হবে স্বাস্থ্যবিধি, নিদান চিকিৎসকদের।  যাতে শ্যামও থাকে, আবার কুলও বাঁচে।

তাই আজকের দিনটির জন্য যুগলদের উদ্দেশেই রেড অ্যালার্ট জারি করেছেন ডাক্তারবাবুরা। দন্তরোগ বিশেষজ্ঞ ডা. আশিসতরু সাহা জানিয়েছেন, প্রেমিক কিংবা প্রেমিকার একজন যদি ফ্রন্টলাইন ওয়ার্কার (Frontline Workers) হন তাহলে ভয়টা একটু বেশিই। হতেই পারে  তিনি একজন চিকিৎসক। উপসর্গহীন করোনা আক্রান্ত। আবেগের বশে চুমু (Kiss) খেতে গেলেই বিপদ! জিভে জিভ ঠেকিয়ে উষ্ণতা ছড়ানোর কায়দাতেই লুকিয়ে আতঙ্ক। এমন চুমুতে দুই লালারস মিলে মিশে একাকার।

Advertisement

ভাইরোলজিস্ট সিদ্ধার্থ জোয়ারদার জানিয়েছেন, ভ্যালেন্টাইনে মানতে হবে ‘রুল অফ টেন’। অর্থাৎ কাছাকাছি আসা যাবে, তবে তা যেন দশ মিনিটের গণ্ডি না পেরোয়। অর্থাৎ ছোট ছোট  কিস্তিতে আদর চলতেই পারে। ভাইরোলজিস্টদের পর্যবেক্ষণ, নিশ্বাস, কথা বলার মাধ্যমেও করোনা ছড়াতে পারে। প্রেমিক-প্রেমিকার মধ্যে এক জন যদি করোনা আক্রান্ত হয়ে থাকেন তাহলেও ১০ মিনিটের কম সময়ের জন্য ঘনিষ্ঠ হলে ক্ষতি নেই।  তিনি জানিয়েছেন, নির্দিষ্ট ওই সময়ের থেকে কম সময়ের জন্য কাছাকাছি এলে ভাইরাল লোড ১ মিলিয়নের বেশি হয় না। তাতে সংক্রমণের সম্ভাবনাও নামমাত্র।

[আরও পড়ুন: প্রেম দিবসে ভালবাসার সঙ্গীকে কী দেবেন ভাবছেন? রইল ‘পরিবেশ বান্ধব’ কিছু উপহারের খোঁজ]

ভ্যালেন্টাইনে প্রেমিককে নিয়ে বেরনোর প্ল্যান পাকা দমদমের পূজা দের। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এম এ পাঠরতা ছাত্রী জানিয়েছেন, “বয়ফ্রেন্ডকে বলেছি ভ্যালেন্টাইনে শুধু গল্প করব। তাও ছ’ফুট দূরত্বে বসে।”

কাছাকাছি আসা নিয়ে ১০ মিনিটের নিয়ম থাকলেও চুমু নিয়ে কোনও গবেষণা নেই। তবে প্রগাঢ় চুমুর ক্ষেত্রে নজর রাখতে বলছেন ভাইরোলজিস্টরা। জানিয়েছেন, “একটানা নয়, সামান্য সময়ের জন্য ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো যেতে পারে। ইন্সটলমেন্টে আদর চলুক।” চুমু খাওয়ার পর অ্যালকোহল জাতীয় ‘মাউথ ওয়াশ’ দিয়ে কুলকুচি করে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

লকডাউনে (Lockdown) ঘরবন্দি জীবন থেকে বেরিয়ে সবে স্বাভাবিক হচ্ছে সব কিছু। এমতাবস্থায় ভ্যালেন্টাইনকে হাতছাড়া করতে রাজি নন কোনও যুগলই। তাই আজকের দিনে একান্তই যাঁরা চুমু খেতে চান তাঁরা ঠোঁটে চুমু না খেয়ে সেক্ষেত্রে ‘স্টার্টার কিস’ কিংবা ‘এস্কিমো কিস’-এ ভরসা রাখতে পারেন। এহেন চুমুতে কপালে ঠোঁট ছোঁয়ালেই হয়। এস্কিমো কিসে ঠোঁটেরও বালাই নেই। স্রেফ নাকে নাক ঘষে দিলেই চুমুপর্ব শেষ।

[আরও পড়ুন: কতটা সময় পর্ন দেখলে যৌন জীবনে উষ্ণতা বজায় থাকবে? জানালেন বিশেষজ্ঞরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement