Advertisement
Advertisement

Breaking News

Lifestyle News

যৌনতার দুনিয়ায় নয়া বিপ্লব, পুরুষাঙ্গের আংটিতেই মধুর হবে সঙ্গমের ক্লাইম্যাক্স!

অর্ডার করে দেখবেন নাকি!

How Rings Can Help You Have Better intimacy | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 4, 2023 9:20 pm
  • Updated:May 4, 2023 9:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবছেন, পুরুষাঙ্গের আংটি! এ আবার কেমন জিনিস? যাঁরা বিদেশি নীল ছবি দেখেছেন, তাঁরা নিশ্চয়ই খেয়াল করেছেন, বেশ কিছু পর্ন ছবিতে ছেলেরা তাঁদের যৌনাঙ্গে বিশেষ ধরনের এক আংটি পরেন। যা কিনা পুরুষাঙ্গের নীচের দিককে আটকে থাকে এবং সঙ্গমের সময় দীর্ঘক্ষণ ধরে যৌনাঙ্গকে দৃঢ় করে তোলে।

যৌন বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গমকে দীর্ঘ মেয়াদি করতে পুরুষাঙ্গের আংটি দারুণ কাজ দেয়। বিশেষ করে সঙ্গমের সময় লিঙ্গকে বেশিক্ষণ ধরে দৃঢ় রাখতে সাহায্য করে এই আংটি।

Advertisement

অনেকেই পুরুষাঙ্গের মাপ নিয়ে একটু খুঁতখুঁতে। বহু পুরুষই মনে করেন দীর্ঘ আকারের পুরুষাঙ্গই মহিলাকে সুখ দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারনা একেবারেই ভ্রান্ত। এই ভ্রান্ত ধারনা মিটিয়ে সঙ্গমের সময় আত্মবিশ্বাস বাড়াতে পুরুষাঙ্গের আংটি খুবই কাজে দেয়। এই আংটি পরার পর লিঙ্গ আগের তুলনায় একটু বড়মাপের দেখতে লাগে। মানসিক দিক থেকে আলাদা বল পাওয়া যায়। 

Love

[আরও পড়ুন: স্বপ্নে প্রাক্তনের সঙ্গে সঙ্গমে মত্ত! এর অর্থ জানেন?]

তবে এই ধরনের আংটি ব্যবহার করার আগে কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখা প্রয়োজন।

১) ব্যবহার করার আগে অবশ্য়ই ভাল করে পরিষ্কার করে নিন আংটিটি। না হলে কিন্তু যৌন রোগ হতে পারে।
২) বাজারে অনেক ধরনের পুরুষাঙ্গের রিং পাওয়া যায়। ধাতবের তৈরি পুরুষাঙ্গের রিং ব্যবহার করার সময় একটু সতর্ক থাকুন। দেখবেন পরার সময় যেন আহত না হয় আপনার ও সঙ্গীর গোপনাঙ্গ। 

tips to reduce your intimacy addiction
৩) আপনার সঙ্গীকে অবশ্য়ই জানান যে সঙ্গমের সময় এই রিং ব্যবহার করছেন আপনি। তাঁর সম্মতি নিয়েই এই আংটি ব্যবহার করুন।

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement