Advertisement
Advertisement

Breaking News

Holi 2024

কোন রঙের ব্যবহারে বিছানায় উঠবে ঝড়? হোলির আগে জেনে নিন সঙ্গমের নয়া নিয়ম

৩ নম্বর পয়েন্টটা অবশ্যই মাথায় রাখুন।

Holi 2024: try these tips to improve your intimacy
Published by: Akash Misra
  • Posted:March 23, 2024 5:21 pm
  • Updated:March 23, 2024 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রং মন, মেজাজকে অনেকটাই প্রভাবিত করে। মনোবিদরা বলে থাকেন, রঙের তারতম্যে দুমদাম মুড বদলে যায়। তাই রং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনযাপনে। কিন্তু জানেন কি, রং আপনার যৌনজীবনেও আনবে গতি?

হ্যাঁ, ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং। বিশেষজ্ঞরা বলছেন,  রঙের মধ্যে দিয়েই যৌনতায় উঠবে ঝড়। সঙ্গম যদি হয়ে ওঠে বোরিং, তাহলে সেই সঙ্গমে নতুন উত্তেজনার জন্ম দেবে নতুন রং। কীভাবে যৌনতায় রংকে ব্যবহার করবেন? রইল টিপস

Advertisement

১) কাজের ব্যস্ততায় সঙ্গীকে আদর করার সময় পাচ্ছেন না? কিংবা সঙ্গী কাছে আসলেই বিরক্ত অনুভব হচ্ছে? বিছানায় পেতে নিন লাল বা হলুদ রং। দেখবেন সুনামি উঠবে বিছানায়। বিশেষজ্ঞরা বলছেন, লাল রং শরীরে উত্তেজনা বাড়াতে সাহায্য করে। আর তাই লাল রংকে অনেকেই প্রেমের রং হিসেবে দেখেন। অন্যদিকে, হলুদও কিন্তু যৌনতায় ঝড় তুলতে দারুণ সাহায্য করে। বিশেষজ্ঞরা বলছে, হলুদ রং মস্তিষ্ককে স্ট্রেস ফ্রি করতে সাহায্য করে। যা কিনা সঙ্গমকে দীর্ঘতর করতে সাহায্য করে। যাঁদের লাল রং প্রিয়, তাঁরা খুব সহজেই উত্তেজিত হন। যত রকমভাবে সম্ভব, এঁরা সেক্সকে উপভোগ করেন। দপ করে জ্বলে উঠেই নিভে যান না। যৌনতায় এঁরা বেশ অ্যাগ্রেসিভ।

[আরও পড়ুন: যিশুকে চায়ের আমন্ত্রণ মমতার, টলিউডের ভারতজয়ের উদযাপন]

২) ঠিক গাঢ় কমলা বা গেরুয়া নয়। মধুর যে রংটি হয়, সেটিও দম্পতিদের ঘরের জন্য হতে পারে আদর্শ রং। মার্কিন মুলুকের একটি সমীক্ষায় জানা গিয়েছে, দম্পতিরা সাধারণত এই রঙের ঘরেই মিলনে সবচেয়ে বেশি সুখী। তবে অনেকেই মনে করেন, এই রং ঘরে রোদ ঢুকতে বাধা দেয়। এক্ষেত্রে আসবাবের রং কালো না করাই শ্রেয়। সাদা অথবা কাঠের রং ব্যবহার করা যেতে পারে।

৩) ঘরের দেওয়াল কালো রঙের, খুব একটা দেখা যায় না। কিন্তু হালফিলে ঘর রং করার পরিকল্পনা থাকলে একটি দেওয়ালে একবার ট্রাই করেই দেখুন না। বিপরীতে অবশ্যই রাখবেন সাদা। বিছানার চাদরটি সাদা হলে বেছে নিন কালো কার্পেট। অনেকে আবার দেওয়ালে কালো রং না করে, মাথার দিকের শুধু একটা দেওয়াল কালো প্লাই দিয়েও তৈরি করে থাকেন। যদি ভাবেন সাদা-কালোর গেড়োয় যৌনজীবনও ফ্যাকাসে হয়ে যাবে, তাহলে আপনার ভাবনা একেবারেই ভুল। কালো দেওয়ালের সামনে সঙ্গিনীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার উদ্দামতা বাড়বে বই কমবে না।

[আরও পড়ুন: ‘নতুনদের সঙ্গে দেখা করার জন্য টাকা নেব’, ‘ঘটিয়া’ বিতর্কের পর ফের বিস্ফোরক অনুরাগ কাশ্যপ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement