Advertisement
Advertisement
Relationship

একেবারে উলটো স্বভাবের মানুষের প্রেমে পড়েছেন, সম্পর্ক সামলাবেন কীভাবে?

রইল কয়েকটি প্রয়োজনীয় টিপস।

Relationship advice in Bengali: Here's how you can make it work when dating someone completely opposite by nature | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 13, 2020 10:13 pm
  • Updated:October 13, 2020 10:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিচিত্র বস্তু এই চুম্বক। বিপরীত মেরুতেই এর যত আকর্ষণ। কারণে-অকারণে নিবিড় আত্মিক যোগ। এ যোগ আবার প্রেমের অন্যতম বৈশিষ্ট্য। উলটো স্বভাবেই মানুষটাকেই যেন বেশি করে মন চায়। এমন উদাহরণ খুঁজে পেতে খুব বেশি কষ্ট করতে হবে না। হয়তো আপনিও এই তালিকাতেই পড়েন। যদি তাই-ই হয় তাহলে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিষয় মেনে চলতেই পারেন।  

১) বিশ্বাস রাখুন – বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। যে কোনও সম্পর্কের (Relationship) ক্ষেত্রেই এই আপ্ত বাক্যটি গুরুত্বপূর্ণ। আর বিপরীত মেরুর দু’টি মানুষের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য। একটু বিশ্বাস করে সঙ্গীকে ছাড়তে শিখুন না! আখেরে লাভ আপনারই হবে।

Advertisement

২) নিজের মতো থাকতে দিন – ‘গিভ মি সাম স্পেস’— কোনও হলিউড সিনেমায় এই কথাটি শুনেই থাকবেন। সত্যিই সম্পর্কে একটু দূরত্বের প্রয়োজন। খুব কাছাকাছি চলে এসে দৃষ্টি ঝাপসা হয়ে যাবে। আর তাতেই সম্পর্ক তিক্ত হতে শুরু করে। উলটো দিকের মানুষটাকে একটু নিজের মতো থাকতে দেওয়া উচিত। এতে পারস্পরিক সম্মান বজায় থাকে।

৩) আবেগকে সময় দিন – রাগ আর অভিমান সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। সঙ্গীর কোনও কাজে আপনার রাগ বা অভিমান হয়ে থাকলে সঙ্গে সঙ্গে রিঅ্যাক্ট করে ফেলবেন না। একটু আলাদা জায়গায় চলে যান। নিজের আবেগকে প্রশমিত হতে দিন। তাহলেই আপনি যুক্তি দিয়ে বিচার করতে সক্ষম হবেন।

[আরও পড়ুন: করোনা কালে দূরত্ব বিধি মেনেই যৌনতার আনন্দ পেতে পারেন, মাথায় রাখুন এই বিষয়গুলো]

৪) পাশে থাকুন- হতেই পারে, আপনি যেটা করতে পছন্দ করেন না, তা আপনার সঙ্গীর পছন্দ। ধরুন, আপনার IPL দেখতে এক্কেবারেই ভাল লাগে না। কিন্তু সঙ্গীর আবার বিরাট কোহলিদের (Virat Kohli) খেলা দেখতে না পেলে মন কেমন করে। ইচ্ছে না থাকলেও তাঁকে সঙ্গ দিন। একান্ত দেখতে ইচ্ছে না করলে সেখানে বসে নিজের ইচ্ছেমতো অন্য কাজে মন দিতে পারেন। কিন্তু পাশাপাশি তো থাকা হবে!

৫) মিল খুঁজুন – বিপরীত মেরুর মানুষদেরও কিছু না কিছু তো মিল থাকে। সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। একান্ত না থাকলে তৈরি করুন। প্রয়োজনে কোনও ইনডোর গেম খেলতে পারেন। এতে সম্পর্ক আরও পোক্ত হবে।

৬) নতুনত্বে ভয় পাবেন না- জীবন পরিবর্তনশীল। পরিবর্তন যদি ভালর জন্য হয়, আর ভালবাসার জন্য হয় তাকে আপন করে নিতে তো কোনও সমস্যা নেই! নতুনত্বকে ভয় পাবেন না। বরং তাকে মুক্ত মনে আলিঙ্গন করুন।

[আরও পড়ুন: আপনিও কি ধূসর যৌনতার শিকার? কেন হয় এমনটা? জেনে নিন বিশেষজ্ঞদের ব্যাখ্যা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement