Advertisement
Advertisement

Breaking News

Friendzoned

ভাল ছেলেরা শুধু বন্ধু হয়েই থেকে যায়! কেন প্রেয়সীর প্রেমিক হতে পারে না?

'দোষ' কোথায়? একটু ভেবে দেখুন তো!

Here is why nice guys always get friendzoned | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:June 11, 2023 5:39 pm
  • Updated:June 11, 2023 5:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ছেলেটা ভাল, কিন্তু ও তো বন্ধু!”, “শোন তুই শুধুই আমার বন্ধু, অন্য কিছু ভাবা সম্ভব নয়” — এমন কথা কম-বেশি ছেলেদের শুনতেই হয়। তারপর ‘ভাল মানুষ’ হয়ে বন্ধুর তালিকায় থেকে যেতে হয়। হ্যাঁ, সিনেমায় “এক লড়কা অউর লড়কি কভি দোস্ত নহি হো সাকতে”। কিন্তু বাস্তব বড় কঠিন। বিশেষ করে ‘ভাল ছেলে’দের জীবনে। কেন প্রেয়সীর চোখে প্রেমিক হয়ে উঠতে পারেন না তাঁরা?

Friendzoned-couple-2

Advertisement

বেশিরভাগ সময় ছেলেরা মনের কথা প্রকাশ করে উঠতে পারেন না। তাতে যদি বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়? এই ভয় পান তাঁরা। কিন্তু মনের কথা মনে রেখে দিলে যে কেউ বুঝতে পারবে না। নিজের আচার-ব্যবহারে একটু ইঙ্গিত দিতেই পারেন। তাতে কিছুটা ধন্ধ কাটবে।

[আরও পড়ুন: গামছা পোশাকে বিমান সফর, এয়ারপোর্ট লুকের টিপস নিন স্বস্তিকার কাছ থেকে]

আত্মবিশ্বাসের অভাব। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ছেলেদের নিজের সম্পর্কে সম্যক ধারণা থাকে না। স্বপ্নের নারী যে তাঁর প্রেমিকা হতে পারে, এমনটা ভাবতেও পারেন না তাঁরা। দেখুন, ভাবাটা প্র্যাকটিস করুন। কারণ বিশ্বাসে মিলায় প্রেম।

Friendzoned-couple-1

যদি মুখের উপর না করে দেয়, তাহলে মান-সম্মান সবই তো চলে যাবে! এমন ভয় ছেলেদের মনের ভিতরে থাকে। থাকাটা অস্বাভাবিক নয়। কিন্তু বন্ধু! ভয়কে জয় করলেই তো প্রেমিক হয়ে প্রেম যমুনায় সাঁতার কাটতে পারবেন।

Friendzoned-couple

ভাল মনের মানুষজন নিজের থেকে বেশি অন্যের ইচ্ছে-অনিচ্ছের পরোয়া বেশি করেন। তা ভাল, তবে আপনারও তো কিছু গুরুত্ব রয়েছে। সবসময় এক ডাকেই ছুটে যাবেন না। অন্যকেও একটু আপনার গুরুত্ব বুঝতে দিন। নইলে কদর থাকবে না।

[আরও পড়ুন: শেন ওয়ার্নের বায়োপিকে যৌনদৃশ্যে ‘রক্তারক্তি’! কবজি ভাঙল অভিনেত্রীর, মাথা ফাটল অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement