Advertisement
Advertisement
Tips for your son

ছেলে বাড়ি থেকে বেরনোর আগে কী কী শেখাবেন? গোড়া থেকেই এসবের পাঠ দিন

জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন।

Here is tips for your son when he is stepping out
Published by: Akash Misra
  • Posted:September 2, 2024 2:53 pm
  • Updated:September 2, 2024 4:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, আপনার ব্যবহারই আপনার পরিচয়। আপনার শিক্ষাই জানিয়ে দেবে, আপনি ঠিক কেমন মানুষ। হয়তো আপনার ছেলেকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় অফিসার তৈরি করার জন্য দিনরাত এক করছেন। আর সেই কারণেই হয়তো ব্যাঙ্ক ব্যালেন্সের দিকেই আপনার একমাত্র লক্ষ্য। কিন্তু এখানেই কি আপনার দায়িত্ব শেষ? নাহ, হয়তো অভিভাবক হিসেবে তার থেকেও একটু বেশি দায়িত্ব আপনার কাঁধে নিতে হবে। ছেলেকে বড় করার সময়, আপনার প্রাথমিক দায়িত্বই থাকবে, মেয়েদের প্রতি সম্মানের পাঠ দেওয়া। ছেলেকে বড় করার সময় কী কী মাথায় রাখবেন? জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন।

১) পথে, ঘাটে, কলেজে, অফিসে মহিলাদের দিকে যেন কুদৃষ্টি না যায়। তা তিনি যেমনই দেখতে হোন বা পোশাক পরুন। মাথায় থাকুক কেউ যদি তোমার বোনের সঙ্গে এমন করে, তাহলে কেমন লাগবে? বান্ধবী সুন্দর সাজলে, প্রশংসা করতেই পারো। কিন্তু সেটাও যেন ভদ্রতার সীমানা না ছাড়ায়।

Advertisement

২) তোমার স্কুল, কলেজ বা অফিসে মেয়েরা থাকবে। হয়তো তারা তোমার থেকে ভালো কাজ করে এগিয়ে যাবে। এই নিয়ে রাগ বা হতাশ হওয়ার প্রয়োজন নেই। সম্মানের সঙ্গে তা মেনে নাও। প্রয়োজনে শুভেচ্ছা জানাও।

[আরও পড়ুন: ‘এই বাংলাই দেখতে চেয়েছিলাম’, ন্যায়বিচারের দাবিতে বাংলার প্রতিবাদী সত্ত্বায় ‘স্বপ্নপূরণ’ মিঠুনের]

৩) কোনও মেয়ের সঙ্গে ডেটে যাওয়ার আগে অবশ্যই মাথায় থাকুক, সেই মেয়েটি তোমার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে মানেই তাকে চুমু বা তার সঙ্গে অন্তরঙ্গ হতে পারবে, এমন নয়। মেয়েদের অনিচ্ছা থাকলে কখনওই এ ধরনের কাজ করা উচিত নয়।

৪) ডেটের পর অবশ্যই তাকে বাড়ি দিয়ে আসবে নিরাপদে। নজর রাখবে তার যেন কোনওরকম সম্মানহানি না হয়।

৫) তোমার কোনও মেয়েকে ভালো লাগে, কিন্তু সেই মেয়ে তোমাকে পছন্দ করে না। এক্ষেত্রে কোনও বলপ্রয়োগ নয়। ভালোবাসা জোর করে হয় না। বরং পরিস্থিতি মেনে নাও। এগিয়ে যাও।

৬) মেয়েদের সঙ্গে নাইট পার্টি? বান্ধবীদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দাও। তারা যেন নিরাপদ থাকে সেদিকে নজর দাও। প্রয়োজনে এমার্জেন্সি নম্বরগুলো নিজের হাতের মুঠোয় রাখতে হবে।

৭) অন্যান্য বন্ধুদের কাছে ভালো মানুষের উদাহরণ হয়ে উঠতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সব সময়ই মুখর হয়ে উঠতে হবে।

[আরও পড়ুন: অভিনয়ের ইচ্ছে নেই! আহমেদাবাদ IIM-এ ভর্তি হলেন অমিতাভের নাতনি নভ্য নভেলি]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement