Advertisement
Advertisement
Condom

কোন ধরনের কন্ডোমে বেশি সুখ পায় মেয়েরা? সমীক্ষায় এল অবাক করা তথ্য

এই তথ্য জানা উচিত প্রত্যেক পুরুষের।

here is information about condom do women prefer most
Published by: Akash Misra
  • Posted:November 9, 2024 4:33 pm
  • Updated:November 9, 2024 4:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেই মন করেন সঙ্গম করার সময় কন্ডোম ব্যবহার করলে চরম সুখ পাওয়া যায় না। অনেকের কাছে কন্ডোম পরে সেক্স মানে তা হস্তমৈথুনের সমান! তবে বিশেষজ্ঞরা বলেন, সুরক্ষিত সঙ্গমের জন্য কন্ডোমের কোনও বিকল্প নেই। যদি কন্ডোমের সম্পর্কে সঠিক তথ্য জানা থাকে, তাহলে কন্ডোম পরেও আপনার প্রিয় নারীকে চরম সুখ দিতে পারবেন।

সম্প্রতি কন্ডোমের ব্যবহার ও নারীদের পছন্দ নিয়ে একটি সমীক্ষা করে একটি মার্কিন বিশ্ববিদ্যালয়। সেই সমীক্ষা থেকেই উঠে আসে অবাক করা কিছু তথ্য। যা জানা উচিত প্রত্যেক পুরুষের। কী সেই তথ্য?

Advertisement

বিশেষজ্ঞদের মতে, ডটেড কন্ডোম ব্যবহার করে অনেকেই বেশি সুখ উপভোগ করেন বটে, তবে নিয়মিত ডটেড কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যোনি সেই বিশেষ অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তাই রোজ রোজ নয়, বরং চরম সুখ ধরে রাখতে মাঝে মধ্য়েই এই ধরনের কন্ডোম ব্যবহার করুন। দেখবেন, এতে শরীরী খেলা জমবে ভালো।

কন্ডোমের গা জুড়ে সরু লম্বা লম্বা উঁচু দাগ মিলনের সুখ বাড়াতে বেশ কার্যকর। এই কন্ডোমকে বলা হয় রিবড কন্ডোম। তবে এই ধরনের কন্ডোম পাওয়া যায় দুরকম ডিজাইনে। কোনওটায় কন্ডোমের শুরুর দিকে কেবল সরু দাগ থাকে, কোনওটার সারা গা জুড়েই দাগ থাকে। সমীক্ষা বলছে, নারীকে চরম সুখ দেওয়ার ক্ষেত্রে এই ধরনের কন্ডোম দারুণ কাজ করে।

থিন এবং আলট্রা থিন কন্ডোম বেশিরভাগ পুরুষরা পছন্দ করেন। কেননা, এই কন্ডোম পুরুষাঙ্গে এমনভাবে থাকে, যা কিনা ঠিক যৌনাঙ্গের চামড়ার মতোই। তাই এই ধরনের কন্ডোম পরে সঙ্গমে লিপ্ত হলে নারী ও পুরুষ দুজনের অনুভূতিই হয় একেবারে অন্যরকম। সেই কারণেই এই ধরনের কন্ডোমের চাহিদা বেশি। অনেক মহিলাও এই প্রকার কন্ডোম ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এই প্রকার কন্ডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। যোনিতে কোনও রকম জ্বালাভাব বা সংক্রমণের ঝুঁকি থাকে না! তাই বিশেষজ্ঞরা বলছেন, আপনার সঙ্গীকে চরম সুখ দিতেই এই কন্ডোমকেই বেছে নিন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement