Advertisement
Advertisement
Here are some things your partner wants more than physical relationship

শুধু যৌনতা নয়, পুরুষসঙ্গী কিন্তু আপনার থেকে চান আরও অনেক কিছু

তাতেই নাকি আরও গাঢ় হয় সম্পর্কের বুনন।

Here are some things your partner wants more than physical relationship । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 6, 2022 7:51 pm
  • Updated:November 6, 2022 7:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরা যাক অবসর সময়ে একঘরে আপনার মনের মানুষের সঙ্গে রয়েছেন। সে ঘরে আর কেউ নেই। একে অপরকে নিয়ে ব্যস্ত রয়েছেন আপনারা। কোনও স্বাভাবিক নারী ও পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক যে তৈরি হবে, তা নতুন নয়। কিন্তু আপনার পুরুষসঙ্গী কী শুধুমাত্র শরীরী খেলাতেই মেতে উঠতে চান? নাকি আপনার থেকে অন্য কিছুও আশা করেন? বিশেষজ্ঞদের মতে, একজন পুরুষ তাঁর স্ত্রী কিংবা প্রেমিকার থেকে শুধু যৌনতা চান না। চান আরও অনেক কিছুই। তাতেই নাকি আরও গাঢ় হয় সম্পর্কের বুনন। কী বুঝতে পারছেন না তাই তো? চলুন তবে জেনে নেওয়া যাক, আপনার সঙ্গী যৌনতা ছাড়া আর কী কী চান।

  • প্রশংসা পেতে কে না পছন্দ করেন! সকলেই ভালবাসে প্রশংসা। আপনার পুরুষসঙ্গীও কিন্তু ব্যতিক্রম নন। তিনিও তাই চান। তাই শারীরিক সম্পর্কের তুলনায় তিনি প্রশংসায় বেশি খুশি হন।
  • সঙ্গী আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই বলে তাঁর সঙ্গে যা খুশি আচরণ করবেন না। প্রত্যেক সম্পর্কের মূল ভিত্তিই কিন্তু সম্মান। পুরুষসঙ্গীকে সম্মান করতে শিখুন। তাতে তিনি পজিটিভ এনার্জি পাবেন।

[আরও পড়ুন: শরীরী খেলায় মেতে ওঠার আগে বিছানায় এই কাজগুলি করেন? যৌনসুখ মাটি হল বলে]

  • দাম্পত্য হোক কিংবা প্রেমের সম্পর্ক ঝগড়াঝাটি হবেই। অনেকেই বলেন, ঝগড়াঝাটি হলে নাকি সম্পর্ক আরও শক্তপোক্ত হয়। তা বলে অতিরিক্ত কিছুই ভাল নয়। মনে রাখবেন, বেশি ঝগড়াঝাটি কিন্তু সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। তাই কোনও জটিলতার মুখোমুখি হলে ঝগড়াঝাটি নয়। পরিবর্তে শান্তভাবে বসে আলোচনা করুন। তাতেই মিটবে সমস্যা। আরও শক্তপোক্ত হবে সম্পর্ক।
  • স্বামী বা প্রেমিককে পেয়ে যে আপনি গর্বিত, তা বলুন। মুখে না বলে হাবেভাবেও বোঝাতে পারেন আপনার মনের কথা। তাতে দেখবেন সঙ্গী ভীষণ খুশি হবেন। সম্পর্ক আরও উষ্ণ হয়ে উঠবে।
  • সঙ্গী আপনার খুব কাছের। তাঁর সঙ্গে দিনের বেশিরভাগ সময় কাটে আপনার। সুখ দুঃখের সঙ্গী তিনি। তা সত্ত্বেও কোনও কিছুতে নিজের ভুল হলে স্বীকার করুন। প্রয়োজনে ধন্যবাদ দিন। তাতে সম্পর্ক অন্য মাত্রা পাবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

[আরও পড়ুন: লিঙ্গে মাদক মাখিয়ে মুখমেহনের জেরে প্রেমিকার মৃত্যু, তারপর যা হল প্রেমিকের…]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement