সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব প্রেম দিবস বা ভ্যালেন্টাইনস ডে-র বাকি আর মাত্র একটা দিন। কিন্তু বিশেষ দিনটি আসার আগে প্রায় সাতদিন ধরে আমরা উদযাপন করি এই দিনটির আগমন। ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ। তারপর থেকে রোজ ডে, প্রোপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিজ ডে, হাগ ডে পেরিয়ে অবশেষে আজ ১৩ ফেব্রুয়ারি ‘কিস ডে’।
আর ‘কিস ডে’ মানেই ভালবাসার মানুষের সেই আলতো স্পর্শ। যা পাওয়ার জন্য সব সময়ই দিন গোনে মন। তবে যদি আপনি বিবাহিত হন, তবে হয়ত ভাববেন এ আবার এমন কী বড় কথা! কিন্তু বিষয়টা ঠিক তেমন নয়। ভালবাসার মানুষটার স্পর্শ হয়ত আপনি রোজই পাচ্ছেন। কিন্তু একটি বিশেষ মুহূর্তে ভালবাসার এক গভীর স্নেহ স্পর্শ, তা কি আর চাইলেই রোজ পাওয়া যায়? আর সেই জন্যই এই বিশেষ দিনটি আপনাকে ভালবাসার মানুষটির সঙ্গে আলাদা করে কাটাতে হবে। তবে অবশ্যই দেখা করতে যাওয়ার আগে জেনে নিন আপনার ভালবাসার সেই মানুষটাকে কোথায় এবং কীভাবে চুম্বন করলে তার কী অর্থ দাঁড়ায়।
[প্রেমিকা বিহনে বড় একা লাগে? আসলে কিন্তু সুখেই আছেন]
সুতরাং, এদিন আপনার চুমুর ছোঁয়ায় প্রিয়জনের মুখের নরম হাসিই বুঝিয়ে দেবে তার জীবনে আপনি কতটা গুরুত্বপূর্ণ।
[জানেন কি, আপনার মোটা হওয়ার পিছনে দায়ী আপনার কম ঘুম?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.