Advertisement
Advertisement
Intimacy Tips

সঙ্গম শুরুর আগেই ভিজে যাচ্ছে ভ্যাজাইনা! কোনও রোগ নয় তো? জেনে নিন নেপথ্যের কারণ

৩ নম্বর পয়েন্টটা অবশ্যই পড়ুন।

for womens only Try these Intimacy Tips for good relationship
Published by: Akash Misra
  • Posted:August 1, 2024 5:35 pm
  • Updated:August 1, 2024 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য বিয়ে হয়েছে প্রিয়াঙ্কা ও সৌরভের। নতুন সংসার পেতে আনন্দেই রয়েছেন। তবে কিছুদিন হল অদ্ভুত এক সমস্যার মুখে পড়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গম হোক বা না হোক, সর্বদাই ভিজে থাকছে ভ্যাজাইনা। চিন্তায় একেবারে ঘুম গায়েব। আর স্ত্রীকে এমন দুশ্চিন্তা করতে দেখায়, বেশ ভয়ে রয়েছেন সৌরভও। প্রিয়াঙ্কার কোনও যৌনরোগ হয়নি তো! শুধু প্রিয়াঙ্কা নয়। এমন সমস্য়ার মুখে পড়তে পারেন যে কেউই। তবে যৌন বিশেষজ্ঞরা বলছেন, এসব কোনও রোগ নয়। তাই তেমন দুশ্চিন্তার কারণ নেই। কেন হয় এমন? জেনে রাখুন ভ্যাজাইনা যদি সবসময় শুকনো থাকে, তা হলে তা চিন্তার বিষয়। অতএব যৌনাঙ্গের ভেজা ভাব স্বাভাবিক।

শুধু মাত্র কামবাসনা ও যৌন সঙ্গমের সময়েই যে যোনি ভিজে থাকবে, তা নয়। বরং মহিলাদের যৌনাঙ্গ প্রায়শই লুব্রিকেট হতে থাকে। ভ্যাজাইনার দেওয়ালের কোষগুলির মধ্যে তরল পদার্থ উৎপন্ন হওয়ার ফলে এমনটি হয়ে থাকে। যৌনাঙ্গের সুস্থতা বজায় রাখার জন্য এবং মসৃণ ও আনন্দদায়ক যৌন মিলনের জন্য ভ্যাজাইনাল ফ্লুয়িড অপরিহার্য। গোপন অঙ্গকে সুস্থ রাখার জন্য যে পরিমাণ তরল পদার্থ কোনও ভ্য়াজাইনা উৎপন্ন করে, তাতে ব্যক্তি বিশেষে পার্থক্য দেখা যায়। এই ভেজা ভাব অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করে। হরমোনের স্তর ও এতে ওঠা-নামা হলে যৌনাঙ্গের ভিজে ভাব প্রভাবিত হতে পারে। তবে অত্যধিক পরিমাণে তরল পদার্থ উৎপন্ন হলে তা যৌনাঙ্গের সংক্রমণের দিকে ইশারা করে।

Advertisement

[আরও পড়ুন: এক ঢিলে দুই পাখি! সঙ্গমের আনন্দের মাঝেই পান ওয়ার্কআউটের উপকারিতাও]

যৌন বিশেষজ্ঞরা বলছেন, যৌনাঙ্গ সব সময় ভিজে থাকলে, তার পিছনে পেলভিক কনজেশন সিন্ড্রোমও দায়ী থাকতে পারে। এর ফলে অস্বাভাবিক মেন্সট্রুয়াল ব্লিডিং, ইরিটেবল ব্লাডার ও ভ্যাজাইনাল ডিসচার্জ হতে পারে। পেলভিক কনজেশান সিন্ড্রোমে শিরার মধ্যে রক্ত পুল করে যা ভ্যাজাইনার আশপাশের স্নায়ুকে প্রভাবিত করে। এর ফলে ভেজা ভাব দেখা দেয়। এমন হলে ইউটেরাস, ওভারি ও ভাল্ভায় ব্যথা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসক দেখানো উচিত।
মাথায় রাখুন–
১) সঙ্গীর কাছে কখনই লুকিয়ে রাখবেন না বিষয়টি। কারণ, এতে সমস্যা বাড়তে পারে। বরং সঙ্গীকে বোঝান, এটা একেবারেই স্বাভাবিক ক্রিয়া।
২) সঙ্গমের সময় কৃত্রিম লুব্রিকেন্ট এক্ষেত্রে ব্যবহার না করাই ভালো।
৩) সঙ্গী যদি সঙ্গমের সময় ভ্য়াজাইনায় ওরাল সেক্স করতে পছন্দ করেন, তাহলে অতিরিক্ত ভিজে থাকার বিষয়টি জানান। তবে এতে ওরাল সেক্সের ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

[আরও পড়ুন: কোন ভুলে সঙ্গমে নেই জোর! লিঙ্গই দেবে গোপন খবর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement