Advertisement
Advertisement

Breaking News

কেবল মহিলারা নন, মিলনের পর মন খারাপ হয় পুরুষদেরও

কিন্তু কেন?

Even men feel sad after having sex owing to several reasons

প্রতীকী ছবি।

Published by: Tanujit Das
  • Posted:August 6, 2018 9:34 pm
  • Updated:August 6, 2018 9:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন সঙ্গমের পর মনমরা হয়ে পড়েন মহিলারা৷ অনেকদিন আগেই সমীক্ষায় তা প্রকাশিত হয়েছে৷ এর কারণও অনেকেরই জানা৷ কিন্তু জানেন কি, কেবল মহিলারাই নন, যৌন মিলনের পর মন খারাপ হয় পুরুষদেরও৷ নয়া স্টাডি বলছে, কোনও অজ্ঞাত কারণে ভিতরে ভিতরে তাঁরাও অপরাধবোধে ভোগেন৷ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে পোস্টকোইটাল ডাইফোরিয়া বা PCD৷ কিন্তু কেন এমন হয়, জানেন?

[কেন একাধিক মহিলায় আসক্ত হন পুরুষরা, জানেন?]

Advertisement

এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সম্প্রতি একটি সমীক্ষা চালান গবেষক জোয়েল ম্যাকজোকোভিয়াক৷ পোস্টকোইটাল ডাইফোরিয়া পরীক্ষা করা হয় অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, নিউজিল্যান্ড ও জার্মানির ১২০৮ জন পুরুষের উপর৷ জানা গিয়েছে, উত্তরে ৪১ শতাংশ পুরুষ জানিয়েছেন তাঁরা সর্বদাই যৌন মিলনের পর অপরাধ বোধে ভোগেন৷ ২০ শতাংশ পুরুষ জানিয়েছেন শেষ চার সপ্তাহ ধরে এমন মানসিক সমস্যায় ভুগছেন তাঁরা৷

[প্রেমে পড়লে মোটা হয়? কী বলছে সমীক্ষা?]

গবেষক ম্যাকজোকোভিয়াক জানিয়েছেন, কেবল অপরাধ বোধের কথাই জানাননি সমীক্ষায় অংশগ্রহণকারীরা৷ পাশাপাশি উল্লেখ করেছেন আরও বেশ কিছু সমস্যার কথা৷ কয়েকজন জানিয়েছেন, যৌন সঙ্গমের পর সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন তাঁরা৷ দূরত্ব বজায় রাখেন নিজের সঙ্গিনীর থেকে৷ নিজেকে কেমন নিঃসঙ্গ লাগে তাঁদের৷ আবার অনেকে জানিয়েছেন, চরম যৌনতায় মেতে ওঠার পরেও কিছুতেই মেটে না তাঁদের যৌন চাহিদা৷ আরও উন্মত্ত যৌনতায় মেতে উঠতে চায় তাঁদের শরীর৷ এখনও এর নির্দিষ্ট কারণ কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হরমোনের প্রভাবেই এমনটা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub