প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌন সঙ্গমের পর মনমরা হয়ে পড়েন মহিলারা৷ অনেকদিন আগেই সমীক্ষায় তা প্রকাশিত হয়েছে৷ এর কারণও অনেকেরই জানা৷ কিন্তু জানেন কি, কেবল মহিলারাই নন, যৌন মিলনের পর মন খারাপ হয় পুরুষদেরও৷ নয়া স্টাডি বলছে, কোনও অজ্ঞাত কারণে ভিতরে ভিতরে তাঁরাও অপরাধবোধে ভোগেন৷ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে পোস্টকোইটাল ডাইফোরিয়া বা PCD৷ কিন্তু কেন এমন হয়, জানেন?
[কেন একাধিক মহিলায় আসক্ত হন পুরুষরা, জানেন?]
এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সম্প্রতি একটি সমীক্ষা চালান গবেষক জোয়েল ম্যাকজোকোভিয়াক৷ পোস্টকোইটাল ডাইফোরিয়া পরীক্ষা করা হয় অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, নিউজিল্যান্ড ও জার্মানির ১২০৮ জন পুরুষের উপর৷ জানা গিয়েছে, উত্তরে ৪১ শতাংশ পুরুষ জানিয়েছেন তাঁরা সর্বদাই যৌন মিলনের পর অপরাধ বোধে ভোগেন৷ ২০ শতাংশ পুরুষ জানিয়েছেন শেষ চার সপ্তাহ ধরে এমন মানসিক সমস্যায় ভুগছেন তাঁরা৷
[প্রেমে পড়লে মোটা হয়? কী বলছে সমীক্ষা?]
গবেষক ম্যাকজোকোভিয়াক জানিয়েছেন, কেবল অপরাধ বোধের কথাই জানাননি সমীক্ষায় অংশগ্রহণকারীরা৷ পাশাপাশি উল্লেখ করেছেন আরও বেশ কিছু সমস্যার কথা৷ কয়েকজন জানিয়েছেন, যৌন সঙ্গমের পর সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন তাঁরা৷ দূরত্ব বজায় রাখেন নিজের সঙ্গিনীর থেকে৷ নিজেকে কেমন নিঃসঙ্গ লাগে তাঁদের৷ আবার অনেকে জানিয়েছেন, চরম যৌনতায় মেতে ওঠার পরেও কিছুতেই মেটে না তাঁদের যৌন চাহিদা৷ আরও উন্মত্ত যৌনতায় মেতে উঠতে চায় তাঁদের শরীর৷ এখনও এর নির্দিষ্ট কারণ কিছু জানা যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, হরমোনের প্রভাবেই এমনটা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.