Advertisement
Advertisement

নির্ঝঞ্ঝাট সংসার চান? বিয়ের এসব মুহূর্তের ছবি ভুলেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না

এই টিপসগুলি আপনাকে মানতেই হবে৷

Don’t Post These 7 Things About Your Wedding On Social Media

Published by: Sayani Sen
  • Posted:August 8, 2019 5:16 pm
  • Updated:August 8, 2019 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু যেন ভাবতেই পারি না আমরা৷ সাফল্য হোক কিংবা ব্যর্থতা, ছবি শেয়ার না করলে যেন ভাতই হজম হতে চায় না৷ তার উপর আবার জীবনের বিশেষ দিন হয়৷ যেমন ধরুন, জন্মদিন৷ কেমন কেক কাটলেন, কী উপহার পেলেন সবই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অনেকেই৷

জন্মদিনের ছবি যখন পোস্ট করলেন, তখন বিয়ে কি আর বাদ যায়? সেই ছবিও যে আপনি দেবেন, তা বলাই বাহুল্য৷ কিন্তু জানেন কি, সোশ্যাল মিডিয়ায় সবকিছু শেয়ার করা মোটেও কাজের কথা নয়৷ এতে আপনি বিপদেও পড়তে পারেন৷ কিন্তু বিয়ের কোন ছবি সোশ্যাল মিডিয়ায় দেবেন আর কোনটা দেবেন না বুঝতে পারছেন না তাই তো? আপনার জন্য রইল টিপস৷

Advertisement

বিয়ের আগে আপনার মনের মানুষের সঙ্গে রেস্তরাঁ কিংবা কফি শপে আপনি যেতেই পারেন৷ একসঙ্গে কোনও শপিং মলে গিয়ে সুন্দর মুহূর্ত কাটাতেই পারেন৷ নতুন এই সম্পর্ক ভার্চুয়াল জগতে টেনে আনবেন না৷ সম্পর্কে কোনও ঝঞ্ঝাট না চাইলে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ভুলেও শেয়ার করবেন না৷

[আরও পড়ুন: যৌনতায় বাধা বর্ষা! সাম্প্রতিক গবেষণার রিপোর্ট জানলে মনখারাপ হতে পারে]

রোজ অফিসের কাজের চাপ৷ বিয়ে বলে তো আর অতিরিক্ত ছুটি পাওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাই বাড়ি বাড়ি ঘুরে বিয়ের কার্ড বিলি করার রীতি অস্তিত্ব সংকটে ভুগছে৷ বরং হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের মাধ্যমে নিমন্ত্রণ সারছেন অনেকেই৷ কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়ায় কার্ড পোস্ট করেন৷ নিশ্চয়ই ফেসবুকে থাকা আপনার সব বন্ধুই নিমন্ত্রিত নন৷ তাই তাঁদের সামনে ওভাবে কার্ডের ছবি পোস্ট করা মোটেও বাঞ্ছনীয় নয়৷

জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায় সাত পাকে বাঁধা পড়া৷ তাই তার কেনাকাটিও যে প্রচুর হবে সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ তবে আপনি কত দাম দিয়ে বিয়ের বেনারসি কিনবেন, গয়নাগাটির বা ঠিক কতটা দামি, তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে যাবেন না৷ তাতে অনেকেরই আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে৷

JEWELLERY

কোথায় বিয়ে করছেন, বিয়ের দিন খাবারের তালিকায় কী কী থাকছে তা মোটেও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ মনে রাখবেন, তাহলে আপনার পরিচিতরাই বিশেষ অনুষ্ঠানে আগ্রহ হারাবেন৷ তাই না হোক মাহেন্দ্রক্ষণের আগে পর্যন্ত পরতে পরতে থাক রহস্যের ছোঁয়া৷

Wedding

কেমন হবে সংসার জীবন? মনের মানুষই বা কেমন? বিয়ে যত এগিয়ে আসে মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে নানা প্রশ্ন৷ তাই উত্তেজনা স্বাভাবিক৷ মনে মনে শুভক্ষণের আগে কাউন্টডাউন তো করবেনই৷ মনে মনে যতই প্রতীক্ষার দিন গোনেন না ভুলেও তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ কারণ মনে রাখবেন, আপনার বিয়ের সাতদিন বাকি নাকি এক মাস, সে বিষয়ে মোটেও আগ্রহী নন ফেসবুকে থাকা বন্ধুবান্ধবরা৷

বিয়ে মানেই গেট টুগেদার৷ তাই ওই কয়েকদিনের প্রতিটি মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখার জন্য ক্যামেরা সবসময় তৈরিই থাকেন৷ সঙ্গে আবার রয়েছে স্মার্টফোন৷ তাই ছবি উঠবে না তা হতে পারে না৷ কিন্তু বিয়ে মিটতে না মিটতেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভুলেও শেয়ার করবেন না৷ পরিবর্তে কিছু মুহূর্ত না হয় থাক শুধুই ব্যক্তিগত৷

Haldi ceremony

[আরও পড়ুন: মহিলারা কখনও স্বামীকে এই কথাগুলি বলেন না, জানেন কেন?]

বিয়ের পর একান্তে সময় কাটানোর জন্য মধুচন্দ্রিমায় যান নবদম্পতিরা৷ প্রথমবার একান্তে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মার্টফোন কিংবা ক্যামেরাবন্দি করে রাখুন, তাতে সমস্যা নেই৷ কারণ, স্মৃতি সবসময়ই সুখের৷ কিন্তু সব ছবিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না৷ দু’জনের কাছাকাছি আসা ছবিগুলি ব্যক্তিগত থাকাই ভাল৷

LOVE

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement