সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। দিন দিন লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট, জ্বর, মাথাব্যথা, হাঁচি, কাশির মতো উপসর্গ দেখা দেয় মোটামুটি এ বিষয়ে অনেকেই অবগত। কিন্তু জানেন কি, করোনা ভাইরাসের ক্ষতিগ্রস্ত হতে পারে অণ্ডকোষ! এমনকী পুরুষদের বন্ধ্যাত্বের ঝুঁকিও রয়েছে। নয়া গবেষণায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকদের।
করোনা ভাইরাস থেকে বাঁচতে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। সংক্রমণের প্রাথমিক উপসর্গ সম্পর্কেও সাধারণ মানুষকে অবগত করেছে তারা। কিন্তু উদ্বেগ বাড়িয়ে নয়া আতঙ্কের সৃষ্টি করেছেন চিনের উহানের এক হাসপাতালের চিকিৎসক। টংজি হাসপাতালের ওই চিকিৎসক জানিয়েছেন, নয়া গবেষণার জানা গিয়েছে, ভাইরাসের জেরে ক্ষতিগ্রস্ত হতে পারে পুরুষদের অণ্ডকোষ। ফলে বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়তে পারে। অধ্যাপক লি ইউফেং জানিয়েছেন, এই ভাইরাসের ছোবলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়ার পাশাপাশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে অণ্ডকোষের। রোগী সেরে উঠলেও তাঁর প্রজনন ক্ষমতা পরীক্ষা করা উচিত। কারণ, এর ফলে বন্ধ্যাত্বের আশঙ্কা রয়েছে।
যত সময় যাচ্ছে, ততই নিজের সাম্রাজ্য বিস্তার করছে নোভেল করোনা ভাইরাস। বিশ্বের ১২৩টি দেশ এই মুহূর্তে করোনা কবলিত। বেড়ে চলেছে মৃত্যুর আর আক্রান্তের সংখ্যাও। গোটা বিশ্বে দেড় লক্ষ আক্রান্তের মধ্যে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৫,৭০০ জনেরও বেশি মানুষ। ভাইরাসের আঁতুরঘর বলে পরিচিত চিনের ইউহানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, এখন মাথাব্যথা ইটালি-সহ গোটা ইউরোপ নিয়ে। COVID-19-কে ‘বিশ্বব্যাপী মহামারি’ ঘোষণার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, চিন নয়, করোনার কেন্দ্রবিন্দু এখন ইউরোপই। তবে ভারতেও আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখী। এখনও পর্যন্ত ১০৯ জনের শরীরে মিলেছে এই মারণ ভাইরাসের জীবাণু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.