Advertisement
Advertisement
Lifestyle News

ভীষণ কাজের জিনিস! লিঙ্গের জন্য ৮ কোটি টাকার বিমা পর্নতারকার

পর্ন তারকার কাণ্ড দেখে হতবাক নেটদুনিয়া।

Adult Star insure his private prat | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:April 19, 2023 9:12 pm
  • Updated:April 19, 2023 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজ থাকলেই দাম থাকবে! ব্য়াপারটা ঠিক সময়ই বুঝে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন পর্নতারকা কেরান লি। আর তাই তো সুযোগ বুঝে শরীরের যে অংশটা সবচেয়ে বেশি কাজে লাগাতে হয় তথা যে অংশটার জন্য়ই দেশে দেশে জনপ্রিয় সেটাকেই বিমার অন্তর্ভুক্ত করে ফেললেন কেরান!

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বন্ধুরা মজা করে একটি পর্ন সাইটে নগ্ন ছবি আপলোড করে দিয়েছিলেন কেরানের। তারপরই নীল ছবিতে অভিনয় করার ডাক পান কেরান। অফার লুফেও নেন তিনি। প্রথমে শুধুমাত্র হবি হিসেবে দেখলেও, পরে ফুলটাইম পেশা হিসেবে বেছে নেন নীল ছবিকেই। আর এখন তো জনপ্রিয়তার শীর্ষে।

Advertisement

[আরও পড়ুন:সঙ্গমের সময় মূত্রত্যাগের ইচ্ছে! কীভাবে নিস্তার পাবেন অস্বস্তি থেকে?]

লন্ডনে জন্ম ভারতীয় বংশোদ্ভূত এই পর্নতারকা নীল ছবির কেরিয়ারে গতি দিতে ২০০২ সালে আমেরিকায় পাড়ি দেন। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। রাতারাতি সাফল্য় আসে নীল ছবির জগতে। এখন তো তিনি রীতিমতো স্টার। কপালে জুটেছে প্রচুর পুরস্কারও। আর সেই জনপ্রিয়তার জন্যই মার্কিন এক নীল ছবি তৈরির সংস্থার তরফ থেকে কেরানের পুরুষাঙ্গের বিমা করানো হয়েছে। ২০১২ সালে ভারতীয় মুদ্রায় ৮ কোটির বেশি টাকার বিমা স্বাক্ষরিত হয় তাঁর পুরুষাঙ্গের জন্য। তবে শুধু নীল ছবির জন্য নয়, সোশ্য়াল মিডিয়াতেও প্রচুর ফলোয়ার কেরানের।

[আরও পড়ুন: তীব্র গরমে সঙ্গমে অনীহা? এই ৫ যৌন ভঙ্গিমায় মিলবে তৃপ্তি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement