সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য ব্রেকআপ হয়েছে। কিংবা বার বার প্রেমে পেয়েছেন ধাক্কা। নতুন করে কোনও মানুষকে বিশ্বাস করাটা বড্ড কঠিন আপনার কাছে। তা বলে কি জীবন থেমে থাকবে! নাহ, প্রেমে পড়বেন হয়তো আবার। কিন্তু নতুন সঙ্গীকে বিশ্বাস করার ক্ষেত্রে একটু অসুবিধা হতেই পারে। কীভাবে সামলাবেন এমন পরিস্থিতি?
১) সম্পর্কের শুরুতেই সঙ্গীকে পরিষ্কার জানিয়ে দিন আপনি এই সম্পর্ককে ঠিক কীভাবে দেখতে চাইছেন। দুজনের উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলেই সম্পর্ক এগিয়ে যাবে। বিশ্বাসও তৈরি হবে।
২) সম্পর্ক নিয়ে কথা বলুন। মনের মধ্যে যদি কোনও প্রশ্ন জাগে, তাহলে সঙ্গীকে জিজ্ঞাসা করুন। কিন্তু এ ব্যাপারে ঝগড়া বা তর্ক নয়।
৩) মনের মধ্যে সন্দেহ পুষে রাখবেন না। কারণ, সন্দেহ খুবই খারাপ বিষয়। একবার মনের মধ্যে সেটা ঢুকলে সব কিছু নষ্ট করে দেবে।
৪) সম্পর্কে স্পেস দিন। দেখবেন এতে সম্পর্ক টিকে থাকবে।
৫) আলোচনায় সব সমস্যা মিটে যায়। তাই যাই হোক না কেন, আলোচনা করুন। যদি দুজনেই সম্পর্ককে টিকিয়ে রাখতে চান, তাহলে সময় দিন নিজেদের। বিশ্বাস একদিনে জন্মায় না। তাই সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন হালকা চালে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.