reasonable persons are less likey to be happy finds study
বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের
আপনি বুদ্ধিমান? তাহলে কি এই সমস্যাগুলি আপনাকেও পোহাতে হয়?
Advertisement
Published by: Sangbad Pratidin Digital
Posted:February 23, 2017 12:00 pm
Updated:February 23, 2017 12:00 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাবসায় যতই ধন্যি হোক, বিদ্যে বুদ্ধির অনেক হ্যাঁপা রয়েছে৷ আর তা বুদ্ধিমান মানুষদেরই পোহাতে হয়৷ জীবনে তাঁদের সুখ নামক বস্তুটি থাকে না বললেই চলে৷ মনের শান্তি হামেশা পালিয়ে যায় যুক্তির জানালা দিয়ে৷ কেন এমনটা হয়? গবেষকরা মনে করছেন তাঁর কারণ –
বুদ্ধির এই গেরোতেই সুখ পালিয়ে যায় বুদ্ধিমান মানুষের জীবন থেকে৷ আর এর ফলেই অধিকাংশ বুদ্ধিমান মানুষই একটা সময়ের পর মানসিক রোগে ভুগতে থাকেন বলে অভিমত বিশেষজ্ঞদের৷