সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাবসায় যতই ধন্যি হোক, বিদ্যে বুদ্ধির অনেক হ্যাঁপা রয়েছে৷ আর তা বুদ্ধিমান মানুষদেরই পোহাতে হয়৷ জীবনে তাঁদের সুখ নামক বস্তুটি থাকে না বললেই চলে৷ মনের শান্তি হামেশা পালিয়ে যায় যুক্তির জানালা দিয়ে৷ কেন এমনটা হয়? গবেষকরা মনে করছেন তাঁর কারণ –
বুদ্ধির এই গেরোতেই সুখ পালিয়ে যায় বুদ্ধিমান মানুষের জীবন থেকে৷ আর এর ফলেই অধিকাংশ বুদ্ধিমান মানুষই একটা সময়ের পর মানসিক রোগে ভুগতে থাকেন বলে অভিমত বিশেষজ্ঞদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.