Advertisement
Advertisement

Breaking News

বুদ্ধিমান মানুষের জীবনে সুখ থাকে না, মত গবেষকদের

আপনি বুদ্ধিমান? তাহলে কি এই সমস্যাগুলি আপনাকেও পোহাতে হয়?

Reasonable persons are less like;y to be happy, finds study
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 12:00 pm
  • Updated:February 23, 2017 12:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অধ্যাবসায় যতই ধন্যি হোক, বিদ্যে বুদ্ধির অনেক হ্যাঁপা রয়েছে৷ আর তা বুদ্ধিমান মানুষদেরই পোহাতে হয়৷ জীবনে তাঁদের সুখ নামক বস্তুটি থাকে না বললেই চলে৷ মনের শান্তি হামেশা পালিয়ে যায় যুক্তির জানালা দিয়ে৷ কেন এমনটা হয়? গবেষকরা মনে করছেন তাঁর কারণ –

Confused-Baby-Meme-Blank-02
অত্যধিক চিন্তা – বুদ্ধিমান মানুষের মন হামেশা প্রশ্নশীল হয়৷ সমস্ত ঘটনার কারণ নিয়ে প্রচুর কৌতুহল থাকে তাঁদের৷ যতক্ষণ না উত্তর পান, ততক্ষণ সেই নিয়েই চলতে চিন্তা৷ আর এই চিন্তাই মনকে অশান্ত করে তোলে৷ অশান্ত মনে সুখের স্থান কই?
mila1
উচ্চাকাঙ্খা – অল্পেতে যেমন দামোদর শেঠ খুশি হন না, তেমনি বুদ্ধিমান মানুষরাও জীবনে ছোটখাট প্রাপ্তিতে খুশি হন না৷ জীবন থেকে তাঁদের চাহিদা অনেক অনেক বেশি৷ কিন্তু জীবনে সমস্ত চাহিদা তো আর পূরণ হয় না? তাই সুখও তাঁদের জীবনে স্থায়ী হয় না৷

 

Advertisement
ct-family-photographer
অর্থবহ আলোচনা – সবার বুদ্ধির বহর এক নয়৷ তাই সবার সঙ্গে সব কথা সমানভাবে আলোচনা করা যায় না৷ বুদ্ধিমান মানুষরা তো একদমই পারেন না সবার সঙ্গে সমানভাবে মিশতে৷ যদি তাঁদের মনে হয় সামনের মানুষটাও তাঁর কথার অর্থ বুঝতে সক্ষম, তবেই তাঁরা সেই আলোচনায় মনোযোগ দিতে পারেন এবং আলোচনা করে সন্তুষ্ট হন৷
বাড়তি প্রত্যাশা – বুদ্ধিমান মানুষের জীবনের কাছে প্রচুর প্রত্যাশা থাকে৷ সেই প্রত্যাশা যখন পূরণ হয় না৷ তাঁরা সেই বিষয়টি একেবারেই গ্রহণ করতে পারেন না৷ কেন তাঁরা প্রত্যাশিত জিনিসটি পেলেন না৷ তা ভাবতে বসেই জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে যায়৷ তাই জীবনের বেশিরভাগ সময়টাই তাঁদের কাছে সুখ অধরা থেকে যায়৷
বাড়তি প্রত্যাশা – বুদ্ধিমান মানুষের জীবনের কাছে প্রচুর প্রত্যাশা থাকে৷ সেই প্রত্যাশা যখন পূরণ হয় না৷ তাঁরা সেই বিষয়টি একেবারেই গ্রহণ করতে পারেন না৷ কেন তাঁরা প্রত্যাশিত জিনিসটি পেলেন না৷ তা ভাবতে বসেই জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে যায়৷ তাই জীবনের বেশিরভাগ সময়টাই তাঁদের কাছে সুখ অধরা থেকে যায়৷

 

file_101560_0_Baby_Mirror
নিজের সমালোচনা – বুদ্ধিমান মানুষ অন্যের ভুল দেখার আগে নিজের ভুলটা খুঁজে দেখেন৷ এই অভ্যাসের ফলে তাঁরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন৷ যার ফল তাঁদের প্রায় সারা জীবন ভুগতে হয়৷

বুদ্ধির এই গেরোতেই সুখ পালিয়ে যায় বুদ্ধিমান মানুষের জীবন থেকে৷ আর এর ফলেই অধিকাংশ বুদ্ধিমান মানুষই একটা সময়ের পর মানসিক রোগে ভুগতে থাকেন বলে অভিমত বিশেষজ্ঞদের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement