Advertisement
Advertisement

Breaking News

জানেন, কীভাবে হবু স্ত্রীর চোখে আপনি হয়ে উঠতে পারেন ‘পারফেক্ট’ পুরুষ?

বিয়ের মরশুমে জেনে রাখা ভাল৷

qualities that women seek in their future husband
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 31, 2017 10:02 am
  • Updated:December 31, 2017 10:02 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলছে বিয়ের মরশুম৷ সেলিব্রিটি কাপল থেকে পাড়ার দিদি-দাদাদের বিয়ের পিঁড়িতে বসার ছবি এখন সোশ্যাল মিডিয়া জুড়ে৷ আর তা দেখে অনেক ব্যাচেলারেরই মনের সুপ্ত ইচ্ছা খোঁচা দিচ্ছে৷ দীর্ঘদিনের প্রেম যদি পরিণয়ে বদলে যায়, তাহলে তো কথাই নেই৷ কিন্তু যাঁরা নতুন করে জীবন সঙ্গী খুঁজছেন, তাঁরা কি জানেন, হবু স্বামীর মধ্যে কোন গুণগুলি চান মহিলারা? কোন বিষয়গুলি পুরুষের প্রতি বাড়িয়ে তোলে আকর্ষণ ও ভালবাসা? কীভাবে আপনার স্পেশাল লেডির চোখে হয়ে ওঠা যাবে ‘পারফেক্ট’ পুরুষ? না জানা থাকলে, বিয়ের মরশুমে জেনে রাখা ভাল৷

[সঙ্গমের পর এই কাজগুলি করেন? নতুন বছরে পালটে ফেলুন অভ্যাস]

আর্থিক সিদ্ধান্ত:
বর্তমানে অনেক মহিলাই বিয়ের আগে নিজের পায়ে দাঁড়াতে চান৷ আর্থিকভাবে স্বাধীন ও প্রতিষ্ঠিত হয়ে তবেই স্বামীর সঙ্গে ঘর-সংসার করার পরিকল্পনা করেন৷ সেক্ষেত্রে তাঁরা চান, তাঁদের উপার্জনের অর্থ তাঁরা কীভাবে খরচ করবেন, সে সিদ্ধান্ত স্বামী নয়, তাঁরাই নেবেন৷ স্বামী-স্ত্রী দুজনেই সংসার চালাবেন, এ নিয়ে মহিলাদের কোনও সমস্যা নেই৷ কিন্তু স্ত্রী যদি বাবা-মা, বন্ধু-বান্ধব অথবা নিজের জন্য অর্থ ব্যয় করেন, তাহলে যেন স্বামী তাতে নাক গলাতে না আসেন৷ তাই হবু স্বামীরা স্ত্রীর উপার্জিত অর্থ নিয়ে মাথা না ঘামালেই সংসারে শান্তি বজায় রাখবে৷

Advertisement

woman_web]

পেশাদারি জীবন:
একজন পুরুষের কাছে তাঁর পেশাদারি জীবন যতটা গুরুত্বপূর্ণ, একজন মহিলার ক্ষেত্রেও বিষয়টা একইরকম৷ তাই স্ত্রীর কাজকে খাটো করা একেবারেই না-পসন্দ নারীর৷ অনেক পড়াশোনা করে, কাঠখড় পুড়িয়ে তিনিও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন৷ তাই বিয়ের পর তাঁর পেশার গুরুত্ব কমে যাক, এমনটা মোটেই চান না তিনি৷ যদি কোনও ক্ষেত্রে সংসারের থেকে পেশাকে স্ত্রী এগিয়ে রাখতে চান, তাহলে পুরুষদের তা মেনে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ৷

স্বামী হোক স্বাধীনচেতা:
বিয়ের আগে অনেক পুরুষই তাঁর পার্টনারের কাজের প্রশংসা করেন৷ কিন্তু সংসার শুরুর পরই পালটে যায় ছবিটা৷ যাতে অনেক নারীই হতাশ হয়ে পড়েন৷ মহিলা চান, তাঁর জীবনের পুরুষটি যেমন তাঁকে বিভিন্ন বিষয়ে গাইড করবেন, তেমনই তাঁর চিন্তাভাবনা, সিদ্ধান্তগুলিকেও সম্মান করবেন৷ স্ত্রীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করে বর্তমানটাকে নষ্ট করবেন না৷ স্ত্রী যেমন স্বামীর অতীত টেনে সম্পর্কে জটিলতা বাড়াবেন না, তেমনটা প্রত্যাশাই স্বামীর থেকে রাখেন মহিলা৷

couple-travel

অ্যাডভেঞ্চারের নেশা:
অনেক মহিলাই একঘেয়ে জীবনে মাঝে মধ্যে ব্রেক ভালবাসেন৷ ব্যাগ গুছিয়ে অ্যাডভেঞ্চারে ভরপুর সফরে বেরিয়ে পড়তে চান৷ সেক্ষেত্রে পার্টনারটি তেমন না হলে সমস্যা৷ তাই বিয়ের আগে ভালভাবে লেডি লাভের মনের কথা জেনে নিন৷

অপরিবর্তিত:
বাপের বাড়ি ছেড়ে একটি মেয়ে চোখে অনেক স্বপ্ন নিয়ে নতুন এক সংসারে এসে পড়ে৷ যেখানে অচেনা মানুষদের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নেয় সে৷ কিন্তু তারও তো কিছু প্রত্যাশা থাকে৷ স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে পালটে ফেলবে না, তার ইচ্ছেগুলোর হত্যা করবে না, এমনই প্রত্যাশা তার৷ সাত পাকে বাঁধা পড়ার আগে ঠিক যেমনটি সে ছিল স্বামী তাকে সেভাবেই ভালবাসবে, এমনটাই চান মহিলারা৷

[পোশাকের বাহারে স্টাইল স্টেটমেন্টে বছর মাতালেন যে নায়িকারা]

সৎ পুরুষ:
বিয়ের সময় পার্টনারের হাত ধরে প্রতিশ্রুতি দেন, তাঁর প্রতি চিরকাল সৎ থাকার৷ স্বামী ও স্ত্রী উভয়ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য৷ কিন্তু বর্তমানে দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ক্রমেই বাড়ছে৷ তাই স্ত্রীর মতো স্বামীর কর্তব্য তাঁর প্রতি সৎ থাকা৷ তবেই আপনি তাঁর চোখে হয়ে উঠতে পারবেন পারফেক্ট পুরুষ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement