সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য সুখবর! সোমবার থেকে ভারতে গুগল প্লে-স্টোরে মিলছে এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয়তম ফটো-এডিটিং অ্যাপ প্রিজমা৷ এই ফ্রি অ্যাপটির সাইজ ৭ এমবি৷ স্মার্টফোনে কিটক্যাট বা কিটক্যাট পরবর্তী (ললিপপ, মার্শেমলো) ভার্সন ওএস থাকলেই এই অ্যাপ ডাউনলোড করা যাবে৷ এই প্রতিবেদনের নিচে গুগল প্লে-স্টোরে থেকে অ্যাপটির অফিসিয়াল লিঙ্কটি দেওয়া হল যেখান থেকে আপনি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন৷
প্লে-স্টোরে গত কয়েকদিন ধরেই প্রিজমা নাম ভাঁড়িয়ে বহু আজেবাজে অ্যাপের উদয় হয়েছিল৷ তবে সবকটিই নকল৷ আসল অ্যাপটি আজ থেকে ডাউনলোড করা যাচ্ছে৷ তবে দেশের একাধিক প্রান্ত থেকে বহু ইউজার অভিযোগ জানিয়েছেন, অ্যাপটি ঠিকমতো কাজ করছে না৷ ডাউনলোড করার পর যে কোনও ফিল্টার ব্যবহার করলে স্ক্রিনে ফুটে উঠছে- “একসঙ্গে বহু মানুষ অ্যাপটি ডাউনলোড করতে চাইছেন বলে আমরা গ্রাহকদের উপযুক্ত পরিষেবা দিতে পারছি না৷ এর জন্য আমরা দুঃখিত৷”
ইনস্টাগ্রাম-এর মতো ফটো এডিটিং অ্যাপকেও দশ গোল দিচ্ছে প্রিজমা-র জনপ্রিয়তা৷ সহজ করে বললে, প্রিজমা হল একটি ফটো ফিল্টার iOS অ্যাপ৷ কেন এই অ্যাপ নিয়ে এত মাতামাতি? কারণ এর ফিল্টারগুলি! একজন পেশাদার চিত্রশিল্পীরা ঠিক যেভাবে আপনার পোট্রেট আঁকবেন, artificial intelligence ব্যবহার করে এই অ্যাপও আপনার যে কোনও ছবিকে অনেকটা সেরকম দেখতে করে তোলে৷ এক ঝলকে দেখলে মনে হবে, কোনও আর্ট গ্যালারিতে সাজিয়ে রাখার মতো ছবি৷ যে কোনও সাধারণ ছবিকেও ‘প্রিজমা’ আকর্ষণীয় করে তোলে চোখের নিমেষে৷
অ্যাপটি ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন- https://play.google.com/store/apps/details?id=com.neuralprisma&hl=en
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.