Advertisement
Advertisement
pre marriage sexual relationship

বিয়ের আগে অধিক যৌন সম্পর্কই বাড়াচ্ছে বিচ্ছেদের হার

বিস্ফোরক তথ্য দিলেন সম্পর্ক বিশেষজ্ঞ৷

Pre-marriage sexual relationships are increasing to divorce chances
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 10, 2017 5:25 pm
  • Updated:May 10, 2019 7:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় পাল্টেছে৷ সেই সঙ্গে পাল্টেছে সম্পর্কের সমীকরণ৷ আজকাল মানুষের সম্পর্ক যত দ্রুত গড়ে ওঠে, ভাঙেও ততটাই দ্রুত৷ দাম্পত্যের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য৷ আজকাল ডিভোর্সের হার পৃথিবীজুড়েই বাড়ছে অস্বাভাবিক ভাবে৷ কেন এত দ্রুত ভেঙে যাচ্ছে সম্পর্ক তা নিয়েও উঠছে প্রশ্ন৷ যদিও গবেষকরা সম্পর্ক ভাঙার ক্ষেত্রে বেশ কিছু যুক্তি দিয়েছেন৷ বিয়ের আগে স্বামী বা স্ত্রী’র ঠিক কতগুলো যৌন সম্পর্ক ছিল তার উপরই নাকি নির্ভর করে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা৷

উটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস এইচ ওয়ালফিঙ্গার জানিয়েছেন, বিয়ের আগে কোনও ব্যক্তির যদি ১০ বা তার অধিক যৌন সম্পর্ক থেকে থাকে তবে সেক্ষেত্রে বিচ্ছেদের হার খুবই বেশি৷ গত ২০০০ সাল থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে এমনই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন তিনি৷ জানা গিয়েছে, বিয়ের আগে যাঁরা ১০-এর কম যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন তাঁদের বিচ্ছেদের মাত্র তুলনামূলকভাবে কম৷

Advertisement

যৌনতার পাশাপাশি ধর্মও বিচ্ছেদের ক্ষেত্রে প্রভাব ফেলে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ৷ তাঁর মতে, যে দম্পতিরা চার্চে বেশিবার যান তাঁদের সম্পর্ক টেকার সম্ভাবনা বেশি৷ আর যাঁরা চার্চ বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান এড়িয়ে চলেন তাঁদের বিচ্ছেদের সম্ভাবনা খানিকটা বেশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement