সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক স্টোরে তুমুল জনপ্রিয় হওয়ার পর এবার দক্ষিণ এশিয়াতেও পা রাখল পোকেমন ‘গো’৷ ১৯৯০-এর শেষের দিকে ও ২০০০ সালের গোড়ায় যথাক্রমে পোকেমন কার্টুন ও খেলনায় গোটা দুনিয়া মজে ছিল৷ সেই জনপ্রিয় কার্টুন চরিত্রই ফের নয়া অবতারে হাজির হয়েছে Nintendo-র হাত ধরে৷ Pokemon Go একটি গেম যেটি খেলা যায় স্মার্টফোনে৷ iOS ও Android ইউজাররা এই গেম খেলতে পারবেন৷ ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর এই গেম-এ বাস্তবের দুনিয়া থেকে আপনাকে পোকেমনের চরিত্রগুলি সংগ্রহ করে রেড, ব্লু বা ইয়েলো টিমে যোগ দিয়ে অন্যদের সঙ্গে লড়াই করতে হবে৷ ধাপে ধাপে আরও শক্তিশালী হবে আপনার পোকেমন চরিত্রটি৷
মঙ্গলবার পোকেমন গেমের নির্মাতারা একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, এখন থেকে অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে ডাউনলোড করে খেলা যাবে পোকেমন গো৷ ভারত-সহ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও বাংলাদেশের ইউজাররা আনুষ্ঠানিকভাবে গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন৷ Niantic team জানিয়েছে, ভারতে গেমটি লঞ্চ করার আগে বেশ কিছু প্রশাসনিক চ্যালেঞ্জকে অতিক্রম করতে হয়েছে৷ গেমটির সাইজ ৮৬.৬১ এমবি৷
এই গেমের জনপ্রিয়তার মূল কারণ হল, এটি একটি augmented reality নির্ভর গেম৷ মোবাইলের লোকেশন ও ইন্টারনেট কানেকশন চালু রাখলে আপনি রাস্তাঘাটে পোকেমন চরিত্র খুঁজে পাবেন৷ এখনও অ্যান্ড্রয়েড মার্কেটে অন্যতম জনপ্রিয় গেম হল পোকেমন৷ মাইক্রো ব্লগিং সাইট টুইটারের চেয়েও বেশি অ্যাক্টিভ ইউজার রয়েছে পোকেমন গো-র৷ বিশ্বজুড়ে পোকেমন ফ্যানরা পার্কে-শপিং মলে পোকেমন খুঁজে বেড়াচ্ছেন৷ বেড়েছে পথ দুর্ঘটনা৷ গাড়ি-ঘোড়া দেখে পোকেমন খুঁজে বেড়ানোর জন্য বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতারও করেছে৷ এতদিন ভারতে অফিসিয়ালি পোকেমন গো রিলিজ না করলেও বহু ইউজারই এপিকে ফাইল ডাউনলোড করে পোকেমন খেলা শুরু করে দিয়েছিলেন৷ কিন্তু এখন থেকে গুগল প্লে-তে আনুষ্ঠানিকভাবে মিলবে এই গেম৷ তাহলে আর দেরি না করে এখন থেকেই শুরু করে দিন পোকেমন ধরতে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.