Advertisement
Advertisement

চুম্বকের খেলায় গাঢ় হয় প্রেম!

বিজ্ঞানীরা বলছেন চুম্বক বা ম্যাগনেটিক ব্লক নিয়ে খেললে প্রেমিক-প্রেমিকার মধ্যে বন্ধন অনেক দৃঢ় হয়৷

playing-with-magnets-can-boost-your-love-life
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 8:33 pm
  • Updated:February 28, 2019 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ভালবাসায় বাড়ে ভালবাসা৷ সে কথা তো সত্যি৷ তবু কোনও কোনও সম্পর্ক অনেক গাঢ় হয়৷ কোথাও বা অন্তরঙ্গতা একটু কম৷ আসলে প্রতিটি সম্পর্কই আলাদা৷ দু’টো মানুষ- তাঁদের রুচি, ভাল লাগা, মন্দ লাগা নিয়ে জড়িয়ে পড়েন একটা সম্পর্কে৷ তারপর একটু কম্প্রোমাইজ, একটু অ্যাডজাস্টমেন্ট করে দুজনে মিলে ইউনিট হওয়ার চেষ্টা৷ কিন্তু এই দু’য়ে মিলে এক হয়ে ওঠার ক্ষেত্রেও দেখা যায় কোথাও সংলগ্নতা একটু বেশি, কোথাও বা কম৷

এর কারণ সে নিয়ে বিস্তর গবেষণা হয়েছে৷ কীভাবে এই দূরত্ব মেটানো যায় তা নিয়েও আলোচনা কম হয়নি৷ কিন্তু এবার সম্পর্কের ক্ষেত্রে এক নয়া আবিষ্কারের দিগন্ত খুলল৷ বিজ্ঞানীরা বলছেন চুম্বক বা ম্যাগনেটিক ব্লক নিয়ে খেললে প্রেমিক-প্রেমিকার মধ্যে বন্ধন অনেক দৃঢ় হয়৷

Advertisement

couple_5133d1a6-59e3-11e5-ac8c-005056b4648e

মানবদেহে চৌম্বকক্ষেত্রের বিরাট প্রভাব আছে৷ নানা রোগব্যাধির ক্ষেত্রেও এ জিনিস প্রযোজ্য৷ কিন্তু তা যে ভালবাসার মতো আবেগধর্মী বিষয়েও প্রযোজ্য এটা জানা ছিল না৷ আসলে পুরোটা আবেগধর্মীও নয়৷ ‘লাভ ইজ আ ফিজিক্যাল ফোর্স’-এ কথাও বহুল প্রচারিত৷ গবেষকরা এটারই একটা বাস্তব পরীক্ষা করেছেন৷ বাস্তবে এই ফিজিক্যাল ফোর্সের প্রতীক হিসেবেই চুম্বককে বেছে নেওয়া হয়েছে৷ বেশ কয়েকজন প্রেমিক-প্রেমিকার উপর একটা পরীক্ষা চালানো হয়৷ কীরকম পরীক্ষা? তাঁদের কয়েকজনকে এরকম ‘ম্যাগনেটিক ব্লক’ দেওয়া হয়েছিল যেগুলো পরস্পরকে আকর্ষণ করে৷ কয়েকজনের হাতে ছিল পরস্পর বিকর্ষণ করে এমন ‘ম্যাগনেটিক ব্লক’৷ আর কয়েকজনের হাতে ছিল সাধারণ ব্লক৷ এই অবস্থায় তাঁদের বেশ কিছুক্ষণ সময় কাটাতে বলা হয়৷ দেখা যায় আকর্ষণ করে ব্লক যাদের হাতে ছিল তাদের মধ্যেই অনুরাগ প্রবল৷ মোট ১২০ জন কাপল, যাঁদের বয়স ১৮ থেকে ২২-এর মধ্যে, তাঁদের উপর এই সমীক্ষার পর ১৫০ জনের উপর আবার একটা পরীক্ষা করা হয়৷ এক্ষেত্রে শুধু চুম্বক ও চুম্বক নয় এরকম ব্লক হাতে দেওয়া হয়৷ এবারও ফলাফল দেখা গেল সেই একই৷ এরপরই সিদ্ধান্তে পৌঁছনো হয় যে, চুম্বক নিয়ে খেললে সত্যিই সম্পর্কে অনুরাগ, অন্তরঙ্গতা বাড়ে৷ তবে দুটো ‘ম্যাগনেটিক ব্লক’ হতে হবে এরকম যেগুলি পরস্পরকে আকর্ষণ করে৷

So-sweet-couple-hug-and-romance-wallpaper

সম্পর্কের ভাঙা-গড়া নিয়ে অনেক তত্বকথাই তো প্রচলিত৷ সম্পর্ক ভাল রাখতে অনেকে অনেক কিছুই করে থাকেন৷ এই সামান্য জিনিসে যদি তা সম্ভব হয় তবে মন্দ কী!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement