অর্ণব দাস, বারাকপুর: আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নির্যাতিতার ন্যায়বিচারের দাবির পাশাপাশি মেয়েদের সুরক্ষার দাবিতে রাস্তায় নেমে রাত দখল করেছে আমজনতা। মেয়েদের স্কুল, কলেজে পাঠাতেও আতঙ্কে ভুগছেন অভিভাবকেরা। এবার অভিভাবকদের সেই দুশ্চিন্তা দূর করতে প্রযুক্তির মাধ্যমে অ্যাটেনডেন্স চালু করল আগরপাড়া নেতাজি শিক্ষায়তন গার্লস হাইস্কুল।
বিষয়টা ঠিক কী? স্কুল সূত্রে জানা গিয়েছে, ছাত্রীদের আই কার্ডের ঠিক পিছনেই থাকছে কিউ আর কোড। স্কুলে আসার সঙ্গে সঙ্গে সেই কিউ আর কোড স্ক্যান করলে লাইভ ছবি চলে যাবে অভিভাবকের মোবাইলে। এখানেই শেয নয়। স্কুল থেকে বেরনোর সময়ও একই পদ্ধতিতে অভিভাবকরা পেয়ে যাবেন ছাত্রীর লাইভ ছবি। মঙ্গলবার থেকেই এই পদ্ধতিতে অ্যাটেনডেন্স নেওয়ার শুরু হয়েছে। একইসঙ্গে ছাত্রীদের সুরক্ষা আরও নিশ্চিত করতে আত্মরক্ষার কৌশল সেখানোর উদ্যোগ নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পানিহাটি পুর এলাকার বাসিন্দারা।
প্রধান শিক্ষিকা হিমেলি পাল জানিয়েছেন, অভিভাবকদের সঙ্গে বৈঠকে কিছু কিছু সমস্যা উঠে এসেছিল। তার মধ্যে একটি হল, কয়েকজন ছাত্রী স্কুলের নাম করে বেরিয়ে অন্যত্র যাচ্ছে। আবার স্কুল শেষের সময়মতই বাড়ি ফিরছে। ফলে মাঝখানের এই সময়টাতে মেয়ে যে স্কুলে নেই, সেই খবর মা বাবার কাছে থাকছে না। তাই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই সমস্যা মেটাতে পরিকল্পনা, খোঁজখবর নেওয়া শুরু হয়। তারপরই এই ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু করা হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.