Advertisement
Advertisement

Breaking News

বাজারে আসছে সেলফি ফোকাসড স্মার্টফোন Oppo F1s

পড়ুন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন...

Oppo F1s Selfe-Focused Smartphone to Launch in August
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 5:46 pm
  • Updated:June 11, 2018 3:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি-প্রেমীদের জন্য সুখবর! আগস্ট মাসে Oppo দেশের বাজারে নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন Oppo F1s৷ এবছরের শুরুতে লঞ্চ হওয়া তাদের আরেকটি স্মার্টফোন F1-এর সাফল্যের পর ওই সিরিজের দ্বিতীয় ফোনটি বাজারে আনছে সংস্থা৷

আগস্ট মাসের ৩ তারিখ বাজারে আসছে নয়া ফোনটি, টুইট করে এ কথা জানিয়েছে প্রস্তুতকারক সংস্থা৷ কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৬-য় প্রথমবার প্রকাশ্যে আসে এই মডেলটি৷ এই ফোনের প্রধান বৈশিষ্ট্য হল এর বিশেষ ক্যামেরা, যেটি সেলফি তোলার জন্য বিশেষ উপযোগী বলে দাবি সংস্থার৷ পাশাপাশি নয়া স্মার্টফোনের দামও গ্রাহকদের আকর্ষণ করবে বলে মনে করছে Oppo৷

Advertisement

Oppo F1 মডেলটি এ দেশে লঞ্চ করে জানুয়ারি মাসে৷ দাম ১৫,৯৯০ টাকা৷ এই মডেলের আরেকটি ভেরিয়েন্ট F1 Plus মডেলটির দাম ছিল ২৬,৯৯০ টাকা৷ F1 মডেলে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, অ্যালুমিনিয়াম বডি, ৫ ইঞ্চির এইচডি রেজোলিউশনের স্ক্রিন৷ অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ এসওসি প্রসেসরের সঙ্গে পাবেন ৩ জিবি র‍্যাম৷ ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮ এমপির ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ মডেলটিতে এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ দুর্দান্ত ছবি তোলা ও সেই ছবি এডিটিংয়ের জন্য প্রি-লোডেড একগুচ্ছ অ্যাপস এই ফোনকে সেলফি-প্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলবে, দাবি সংস্থার৷ তবে নয়া মডেলটির দাম কত হবে, তা জানতে অপেক্ষা করতে হবে ৩ আগস্ট পর্যন্ত৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement