Advertisement
Advertisement

৬ জিবি RAM, ১৬ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে বাজারে OnePlus 3

হার্ডওয়্যারের বিচারেও এই ফোন বাজারচলতি অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে৷

OnePlus 3 launched: Smartphone offers 6GB RAM, RAW image support and much more
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 6:32 pm
  • Updated:June 15, 2016 6:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতিক্ষার পর ওয়ানপ্লাস তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ওয়ানপ্লাস থ্রি লঞ্চ করল ভারতের বাজারে৷ গ্রাফাইট রঙের মডেলটি এক্সক্লুসিভলি বিক্রি হচ্ছে আমাজনের ওয়েবসাইটে৷

এবার আসা ফোনটির স্পেসিফিকেশনে৷ এটি একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন, মানে বোঝাই যাচ্ছে সংস্থা তাদের সেরা ফিচারগুলি এই ফোনের মাধ্যমে ক্রেতাদের সামনে হাজির করবে৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, উপরে গোরিলা গ্লাস প্রোটেকশন৷ রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফোর-কে ভিডিও রেকর্ডিং সাপোর্টেড৷ ফ্রন্ট ক্যামেরা ৮ এমপি-র৷ সংস্থার দাবি, ফ্রন্ট ক্যামেরাতে ১০৮০ রেজোলিউশনের ভিডিও ক্যাপচার করা যাবে৷

Advertisement

হার্ডওয়্যারের বিচারেও এই ফোন বাজারচলতি অন্যান্য স্মার্টফোনকে টেক্কা দেবে৷ ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩০০০ এমএএইচ ব্যাটারি, ফোর-জি এলটিই সাপোর্টেড৷ অক্সিজেন ওএস বেসড অন অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো৷ আর এই সব ফিচার মিলবে ২৭,৯৯৯ টাকায়৷

one-plus-3-camera

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement