Advertisement
Advertisement

Breaking News

নগ্ন সেলফিতে দুনিয়া জুড়ে তাক লাগাচ্ছেন মডেলরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কোথাও বেড়াতে গিয়েছেন কিংবা হয়তো কোনও ছুটির বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। আপনি যাই করুন না কেন, সেলফি তোলাটা এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছেন। শুধু আমার, আপনার মতো সাধারণ মানুষই নয়, যাঁদের টিভির পর্দায় নিয়মিত দেখা যায়, সেইসব সেলিব্রিটিরাও কিন্তু এই সেলফি ম্যানিয়ায় আক্রান্ত। টুইটার বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নানা […]

Nude Selfies that can totally make you go crazy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2017 4:23 pm
  • Updated:July 11, 2018 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  কোথাও বেড়াতে গিয়েছেন কিংবা হয়তো কোনও ছুটির বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন। আপনি যাই করুন না কেন, সেলফি তোলাটা এখন একটা ফ্যাশন হয়ে গিয়েছেন। শুধু আমার, আপনার মতো সাধারণ মানুষই নয়, যাঁদের টিভির পর্দায় নিয়মিত দেখা যায়, সেইসব সেলিব্রিটিরাও কিন্তু এই সেলফি ম্যানিয়ায় আক্রান্ত। টুইটার বা ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নানা ভঙ্গিমায় নিজেদের সেলফি পোস্ট করেন সেলিব্রিটিরাও। তবে এই সেলিব্রিটিরা নগ্ন ছবি পোস্ট করে দর্শকদের উত্তেজনা নিঃসন্দেহে কয়েকগুণ বাড়িয়ে তুলেছেন। এই প্রতিবেদনে আপনাদের জন্য তুলে ধরা হল সেলিব্রিটিদের তেমনই কিছু বোল্ড সেলফি।

 

Advertisement

First they said I’m too skinny so I have to be faking it…Now they say I’m too big so I have to be faking it…SMH! Some days I’m photographed before I eat & look smaller, some days I’ve just eaten & I look bigger. It’s all a part of the process. I think you all know me well enough to know I would document the process if I got a surrogate. Everyone’s body is different, every pregnancy is very different! I’ve learned to love my body at every stage! I’m going to get even bigger & that’s beautiful too! I’m blessed to even be pregnant & even luckier to not have preeclampsia as far as I know, so I don’t have the swelling issue this time! They also say your body carries a boy different than a girl! Whatever the case may be I’m grateful to God for this miracle & no matter what rumors or comments you throw my way this time they truly don’t affect me! #NoFilter #NoPhotoShop #GoodLighting 😜

A post shared by Kim Kardashian West (@kimkardashian) on

কিছু কিছু সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।  হট অ্যান্ড সিজলিং মডেলদের নগ্ন ফটোশুটে নেটিজেনদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়ে। উষ্ণতা ছড়িয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাঁরাই এখন অনায়াসে নজর কেড়ে নেন।

 

The perfect end to a perfect day💘. #livingforlove

A post shared by Madonna (@madonna) on

happy birthday baby from Paolo, Maxim and I. Love you @antoinearnault S))))

A post shared by Natalia Vodianova (@natasupernova) on

কেউ সন্তানকে স্তন পান করানোর ছবিও পোস্ট করেন এক্কেবারে অন্য ঢঙে। তো কারও ট্যাটু প্রদর্শনের অছিলায় উন্মুক্ত শরীর তুলে ধরতে ভালবাসেন।

 

 

 

জনপ্রিয় মডেল কিম কার্দেশিয়ান তো নগ্ন ছবি পোস্ট করেই বিখ্যাত হয়ে গিয়েছেন। কিন্তু পিছিয়ে নেই এই সব মডেলও। কীভাবে অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখতে হয়, এসব মডেলরা তা ভালই জানেন। তবে তাঁদের উদ্দেশ্য যাই হোক না কেন, এ সব নগ্ন ছবি দেখে নেটিজেনদের মুখের হাসি যে চওড়া হয়, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement