Advertisement
Advertisement

এই সংস্থা প্রতিদিন ২ জিবি ডেটা দেবে ৩১৯ টাকায়

জিও-কে টক্কর দিতেই কি এই অফার?

Now MTNL offers 2 GB data for Rs 319 only
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 31, 2017 1:55 pm
  • Updated:March 31, 2017 1:55 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা এপ্রিল থেকে প্রতিদিন ২ জিবি করে থ্রি-জি ডেটা দেওয়ার কথা ঘোষণা করল এমটিএনএল৷

Advertisement

রাষ্ট্রীয় সংস্থা এমটিএনএল এক বিবৃতিতে জানিয়েছে, “৩১-তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এমটিএনএল পয়লা এপ্রিল থেকে প্রতিদিন ২ জিবি করে থ্রি-জি ডেটা দেবে গ্রাহকদের৷ সঙ্গে আনলিমিটেড কলিং৷ দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকরা এই অফার পাবেন৷”

[চলতি মাসেই বেশ কিছু স্মার্টফোনে বন্ধ হয়ে যাবে ফেসবুক-মেসেঞ্জার অ্যাপ]

এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন৷ ৩১৯ টাকার বিনিময়ে মিলবে এই সুবিধা৷ বাজার বিশেষজ্ঞরা বলছেন, রিলায়েন্স জিও-র ৩০৩ টাকার প্ল্যানকে টেক্কা দিতেই দিল্লি ও মুম্বইয়ের গ্রাহকদের জন্য এই অফার এনেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা এমটিএনএল৷

তবে জিও ছাড়াও এই মুহূর্তে দেশের বাজারে এয়ারটেল ৩৪৫ টাকায় প্রতিদিন এক জিবি করে ফোর-জি ডেটা অফার এনেছে গ্রাহকদের জন্য৷ সঙ্গে প্রতিদিন আনলিমিটেড ফ্রি লোকাল ও এসটিডি ভয়েস কল৷ তবে ৫০০ এমবি ডেটা দিনে ও বাকি ৫০০ এমবি রাতে ব্যবহার করা যাবে৷

ভোডাফোন ৩৪২ টাকার প্ল্যানে ২৮ দিন ধরে প্রতিদিন ১ জিবি করে ডেটা দেবে গ্রাহকদের৷ আইডিয়া ৩৪৮ টাকায় নিয়ে এসেছে প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা৷

[আজ পর্যন্ত Jio প্রাইম সদস্য হয়েছেন মাত্র এই ক’জন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement