Advertisement
Advertisement

Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?

এই প্রতিবেদনে রইল উত্তর!

Now avail Reliance Jio Prime membership for free
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 8:00 am
  • Updated:March 23, 2017 8:12 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জিও গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় অফারের পসরা নিয়ে এলেন৷ একথা এখন সবাই জানেন যে আগামী ৩১ মার্চ জিও-র ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের অন্তর্গত ফ্রি ফোর-জি ডেটা সার্ভিসের মেয়াদ ফুরোচ্ছে৷

[নতুন গ্রাহকদের ফ্রি-তে ১০০ জিবি হাই স্পিড ডেটা দিচ্ছে Jio]

গত পয়লা মার্চ থেকে রিলায়েন্স জিও প্রাইম মেম্বারশিপের আবেদন গ্রহণ করছে৷ হ্যাপি নিউ ইয়ার অফারে যে যে পরিষেবা ফ্রি-তে মিলত, সেই সমস্ত পরিষেবা পেতে হলে এককালীন ৯৯ টাকা ও প্রতি মাসে ৩০৩ টাকা করে খরচ করতে হবে জিও গ্রাহকদের৷ কিন্তু এবার এই সংস্থা এমন একটি অফার নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনার প্রাইম মেম্বারশিপের জন্য প্রয়োজনীয় ৯৯ টাকাই আপনি ফেরত পাবেন৷

Advertisement

এর জন্য আপনাকে স্মার্টফোনে ডাউনলোড করতে হবে ‘জিও মানি’ অ্যাপটি৷ নতুন প্ল্যান মোতাবেক, এই অ্যাপ মারফত রিচার্জে আপনি পাবেন ৫০ শতাংশ ক্যাশব্যাক৷ ৯৯ টাকা দিয়ে প্রাইম মেম্বারশিপ নিলে পাবেন ৫০ শতাংশ অর্থাৎ ৫০ টাকা ক্যাশব্যাক৷

Jio Pratidin Cashback

এরপর আপনাকে প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পরিষেবা পেতে হলে আরও ৩০৩ টাকার রিচার্জ করতে হবে৷ জিও মানি অ্যাপ মারফত সেই রিচার্জেও আপনি পাবেন ৫০ টাকা ক্যাশব্যাক৷

Jio Pratidin Cashback 2

তাহলে আপনার জিও মানি ওয়ালেটে ঢুকছে ৫০+৫০=১০০ টাকা৷ তাহলে, আপনার প্রাইম মেম্বারশিপের জন্য খরচ করা ৯৯ টাকাই আপনি ফেরত পেয়ে গেলেন৷

প্রাইম মেম্বাররা ‘হ্যাপি নিউ ইয়ার’ অফারের সমস্ত সুযোগ-সুবিধাই পাবেন৷ প্রতিদিন ১ জিবি করে ডেটা পাবেন ৩০ দিন পর্যন্ত৷ হিসাব করলে, প্রতি দিন ১০ টাকার বিনিময়ে মিলবে ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা৷ তবে এই অফার পেতে হলে ৩১ মার্চের মধ্যে জিও প্রাইম মেম্বার হতে ভুলবেন না যেন!

[Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

তবে একটি প্রশ্ন বারবারই টেলিকম ইন্ডাস্ট্রিতে ঘুরপাক খাচ্ছে, যে ফ্রি অফারের মেয়াদ ফুরোলেও কতজন ইউজার জিও সিম ব্যবহার করবেন! এই প্রশ্নের উত্তর দিচ্ছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম৷

তাদের এক সমীক্ষার ফলাফল এদিন প্রকাশ্যে এসেছে৷ সেই সমীক্ষায় যে যে বিষয়গুলি উঠে এসেছে, সেগুলি পড়ে নিন একনজরে-

১. অর্ধেকের বেশি জিও ইউজার তাঁদের জিও নম্বরই জানেন না৷

২. ৭১ শতাংশ জিও গ্রাহক দাবি করেছেন, এয়ারটেলের তুলনায় স্পিড কম হলেও তাঁরা জিও-র ডেটা পরিষেবায় সন্তুষ্ট৷

৩. ৯৪ শতাংশ গ্রাহক জানিয়েছেন, জিও সিম কার্ডটি তাঁদের সেকেন্ডারি নম্বর৷ প্রাইমারি নম্বরটি হয় এয়ারটেল নয়তো ভোডাফোন৷

৪. ৭০ শতাংশ গ্রাহকই প্রতি মাসে ৩০৩ টাকার বিনিময়ে প্রতিদিন ১ জিবি করে ফোর-জি ডেটা পেতে রাজি৷

৫. ৮৪ শতাংশ জিও ইউজারই প্রাইম মেম্বারশিপ পেতে চান৷

[এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement