Advertisement
Advertisement

স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট

পড়ুন নোকিয়ার নয়া ট্যাবলেটের সম্ভাব্য স্পেসিফিকেশন...

Nokia's upcoming D1C may actually be a tablet
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 15, 2016 7:45 pm
  • Updated:October 15, 2016 8:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে চলতি বছরের শেষের দিকে বাজারে আসতে চলেছে ফিনল্যান্ডের জনপ্রিয় সংস্থা নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইস৷

চলতি সপ্তাহের শুরুতেই অনলাইনে নোকিয়ার প্রথম স্মার্ট ডিভাইস ‘Nokia D1C’-র নাম ভেসে উঠেছিল৷ জানা গিয়েছিল, ওই ডিভাইসে রয়েছে ৩ জিবি র‍্যাম, ৬৪ বিট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ অক্টা-কোর প্রসেসর, ৩২ জিবি ইন্টারনাল মেমোরি৷ ডিসপ্লে কত ইঞ্চির সেটা জানা না গেলেও, রেজোলিউশন যে ফুল এইচডি হবে, এমনটাই দাবি করা হয়েছিল কয়েকটি ওয়েবসাইটের তরফে৷

Advertisement

কিন্তু শনিবার সেই সব জল্পনায় ঢেলে দিয়ে প্রথম সারির একটি প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইট স্পষ্ট করে দিল, স্মার্টফোন নয়, জনপ্রিয়তার রাজমুকুট ফিরে পেতে নোকিয়া প্রথমে বাজারে আনছে একটি ট্যাবলেট৷ যার ডিসপ্লে হবে ১৩.৮ ইঞ্চির৷ বাদ বাকি ফিচারস সব একই থাকছে৷ D1C ট্যাবলেটটির রিয়ার ক্যামেরা ১৬ ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের হতে পারে৷ এমনিতেই ট্যাবলেটের সঙ্গে স্মার্টফোনের মূল পার্থক্য বলতে আম জনতা এখনও বোঝেন ওই স্ক্রিন সাইজ ও সিম কার্ডের তফাৎটুকুই৷ শাওমি-র মতো চিনা সংস্থা ইদানিং সিম কার্ড ছাড়া বড় স্ক্রিনের ট্যাবলেট বাজারে আনলেও অধিকাংশ ট্যাবলেটে এখনও সিম কার্ড ঢুকিয়ে ফোনের মতো ব্যবহার করা যায়৷ গুটিকয়েক সংস্থার ট্যাবলেটে শুধুমাত্র ওয়াই-ফাই ও ‘ডঙ্গল’-এর সাহায্যে নেট সার্ফিং করতে হয়৷

তবে ট্যাবলেট নিয়ে বাজারে পা রাখলেও নোকিয়া ভবিষ্যতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনও বাজারে আনবে৷ তাদের ফ্ল্যাগশিপ ডিভাইসের নাম এখনও না জানা গেলেও তার স্পেসিফিকেশন উঁকি দিচ্ছে একাধিক ওয়েবসাইটে৷ স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর, ৫.২-৫.৫ ইঞ্চির স্ক্রিন, ২২.৬ মেগাপিক্সেল ক্যামেরা ও ফোর-কে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা ও অ্যান্ড্রয়েড এন আপডেট-সহ স্মার্টফোন দ্রুতই আন্তর্জাতিক বাজারে নিয়ে আসবে নোকিয়া৷ নোকিয়ার প্রথম ট্যাবলেটের দাম কত হবে তা অবশ্য এখনও জানা যায়নি৷

পড়ুন নোকিয়ার নয়া ট্যাবলেটের সম্ভাব্য স্পেসিফিকেশন:

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement