Advertisement
Advertisement

Breaking News

২০১৭-য় পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন আনছে Nokia

পড়ুন নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের স্পেসিফিকেশন৷

Nokia plans to launch at least 5 new Android smartphones in 2017
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 28, 2016 8:12 pm
  • Updated:December 28, 2016 8:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের ফেব্রুয়ারি মাসেই অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে পা রাখছে জনপ্রিয় সংস্থা নোকিয়া৷ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আত্মপ্রকাশ করতে চলেছে নোকিয়ার নয়া স্মার্টফোন৷ এ পর্যন্ত তো এখনও সবাই জানে! কিন্তু এটা জানেন কি, একটি বা দু’টি নয়! নয়া বছরে পাঁচটি স্মার্টফোন লঞ্চ করছে নোকিয়া৷

২০১৭-র ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে প্রকাশ্যে আসবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন D1C৷ ২০১৭-র দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে আরও চারটি নতুন স্মার্টফোন আনবে ফিনল্যান্ডের সংস্থা এইচএমডি গ্লোবাল৷ যাদের উপর এবছর নোকিয়ার সবকটি হ্যান্ডসেট তৈরির দায়িত্ব রয়েছে৷ গুগল যেমন তাদের হ্যান্ডসেটের হার্ডওয়্যার অন্য সংস্থাকে দিয়ে তৈরি করিয়ে নেক্সাস বাজারে এনেছিল, নোকিয়াও তেমনই তাদের নয়া হ্যান্ডসেটগুলির বরাত দিয়েছে এইচএমডি গ্লোবালকে৷

Advertisement

স্মার্টফোন নয়, Nokia বাজারে আনছে অ্যান্ড্রয়েড ট্যাবলেট

নোকিয়া D1C-র একাধিক বৈশিষ্ট্য ফাঁস হয়ে গিয়েছে টুইটারে৷ শোনা যাচ্ছে, ভারতে স্মার্টফোনটির দাম ১০ হাজার টাকার আশেপাশে হতে পারে৷ আসতে পারে মডেলটির দু’টি ভেরিয়েন্ট৷ ডিসপ্লে, ক্যামেরা ও স্টোরেজের ভিত্তিতে দামের পার্থক্য হতে পারে৷

ফাঁস হল নোকিয়ার প্রথম স্মার্টফোনের দাম!

Nokia D1C-এর স্ক্রিন হতে পারে পাঁচ থেকে সাড়ে পাঁচ  ইঞ্চির মধ্যে৷ রেজোলিউশন হবে ফুল এইএচডি৷ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সঙ্গে ২ জিবি র‍্যাম থাকতে পারে৷ ডিসপ্লে প্ল্যানেলে ব্যবহৃত হতে পারে এলজি-র ডিসপ্লে৷

ফাঁস নোকিয়া অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ‘ফার্স্ট লুক’!

ফের স্মার্টফোনের বাজারে ফিরছে নোকিয়া!

৩১ ডিসেম্বরের পরে এই ফোনগুলিতে কাজ করবে না হোয়াটসঅ্যাপ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement