সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় মোবাইল ফোন উৎপাদন ও জনপ্রিয়তার নিরিখে ইন্ডাস্ট্রির সম্রাট ছিল নোকিয়া৷ কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারায় ও অ্যাপল-স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাজার থেকে প্রায় বিদায় নিতে বসেছিল ফিনল্যান্ডের সংস্থাটি৷ অ্যান্ড্রয়ডের যুগে উইন্ডোজ ফোন তৈরি করে জনপ্রিয়তা ফেরাতে ব্যর্থ নোকিয়া ফের গা ঝাড়া দিয়ে উঠে বাজার দখলের লড়াইয়ে নামছে৷
চলতি বছরের মে মাসে প্রাথমিক ভাবে নোকিয়া ঘোষণা করেছিল, অ্যান্ড্রয়েডের জগতে স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে তারা ফিরছে৷ এবার আরও স্পষ্ট ও নির্দিষ্ট করে সংস্থার তরফে জানানো হল, ঠিক কবে থেকে বাজারে মিলবে নোকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোন!
চিনে নোকিয়ার জয়েন্ট ম্যানেজমেন্ট টিমের প্রেসিডেন্ট মাইক ওয়াং জানিয়েছেন, চারটির মধ্যে নোকিয়ার তিনটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ও ট্যাবলেট তৈরির কাজ ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই শেষ হয়ে যাবে৷ ২০১৪ সালে নোকিয়া তাদের হ্যান্ডসেট তৈরির ব্যবসা ৭.২ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দেয় মাইক্রোসফট-কে৷ চুক্তি মোতাবেক ২০১৬ সালের ডিসেম্বর মাস পর্যন্ত স্মার্টফোন উৎপাদনের জগতে পা রাখতে পারবে না নোকিয়া৷ সেই চুক্তির মেয়াদ শেষ হতেই হইহই করে অ্যান্ড্রয়েড মার্কেটের দখল নিতে চায় নোকিয়া৷
নোকিয়া ব্র্যান্ডের আওতায় স্মার্টফোন তৈরির গ্লোবাল লাইসেন্স এখন এসেছে এইচএমডি গ্লোবাল নামে ফিনল্যান্ডের এক সংস্থার হাতে৷ ফোন তৈরির কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে৷ সংস্থার নয়া চিফ মার্কেটিং অফিসার নিযুক্ত হয়েছেন নোকিয়া ও রোভিও-র প্রাক্তন কর্মী পেক্কা রান্তালা৷
জুলাই মাসে গুঞ্জন শোনা যায়, ৫.২ ও ৫.৫ ইঞ্চির দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন নিয়ে গবেষণা চালাচ্ছে নোকিয়া৷ স্যামসাং গ্যালাক্সি এস ৭ এজ ও এস ৭-এর চেয়ে কোনও অংশেই কম হবে না হ্যান্ডসেট দু’টি, দাবি একটি চিনা সংবাদপত্রের৷ দু’টি মডেলই ধুলো ও জল প্রতিরোধক হবে বলে সূত্রের খবর৷ রেজোলিউশন হতে পারে 2K বা কিউ এইচ ডি৷ মডেলগুলির একাধিক ছবিও লিক হয়েছে ইন্টারনেটে৷ যদিও ১৫১ বছরের পুরনো সংস্থাটি এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.