Advertisement
Advertisement
Nokia Smartphone

ফাঁস হল নোকিয়ার প্রথম স্মার্টফোনের দাম!

২২.৬ এমপি ক্যামেরা, অ্যান্ড্রয়েড নুগাট আপডেট-সহ অ্যান্ড্রয়েডের মার্কেটে ফিরছে নোকিয়া!

The price of first smartphone of Nokia has been leaked to public.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 7:52 pm
  • Updated:April 3, 2019 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাজকীয় প্রত্যাবর্তন বললেও কম বলা হবে! এবছরই নোকিয়া তাদের নতুন দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনতে চলেছে৷ নয়া ফোন দুটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ সংস্থার উৎপাদিত স্মার্টফোনগুলির মুখ হতে চলেছে নতুন মডেল দু’টি৷

নোকিয়ার স্মার্টফোন তৈরির বরাত পেয়েছে HMD Global৷ আগামী ১০ বছর নোকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির বরাত পেয়েছে ওই সংস্থাটি৷ GizmoChina ওয়েবসাইটের দাবি, নয়া মডেল দু’টির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির৷ ডিসপ্লে হবে OLED ও কোয়াড এইচ ডি রেজোলিউশনের৷ রিপোর্ট মোতাবেক, নোকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যান্ড্রয়েড এন বা অ্যান্ড্রয়েড নুগাট আপডেট৷ সেই সঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা৷

Advertisement

তবে সবচেয়ে বড় যে তথ্যটি চলতি সপ্তাহে টুইটারে ফাঁস হয়ে গিয়েছে, সেটি হল এই মডেল দু’টির আনুমানিক দাম৷ সূত্রের খবর, নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০০০ ইউয়ান৷ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩০,১৪০ টাকা৷

নোকিয়া স্মার্টফোনের ফার্স্ট লুক:

Nokia

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement