সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বিনামূল্যে ডেটা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল জিও৷ তবে সে অফার ফুরনোর বেশি দিন বাকি নেই। তার আগেই কোমর বেঁধে আসরে নেমেছে অন্যান্য টেলিকম অপারেটরগুলি৷ ভোডাফোন, এয়ারটেলের মতো সংস্থাগুলি কল ও ডেটা দেওয়ার নিরিখে কড়া টক্কর দিচ্ছে জিওকে৷ এবার একধাপ এগোল এয়ারটেল৷ নোকিয়ার সঙ্গে জোট বেঁধে দেশে এবার ৫জি পরিষেবা আনতে চলেছে সংস্থাটি৷
ইন্টারনেট পরিষেবার ভবিষ্যত যে ৫জি, তা বলার অপেক্ষা রাখে না৷ ডিজিটাল দুনিয়া যত এগোচ্ছে তত এক জেনারেশন পেরিয়ে অন্য জেনারেশনে পৌঁছনোর চাহিদাও বাড়ছে দ্রুত৷ দেশে ৫জি পরিষেবা চালু হলে যে রীতিমতো বৈপ্লবিক পরিবেশ তৈরি হবে তা আঁচ করেই স্যামসাংয়ের সঙ্গে জোট বেঁধেছিল জিও৷ কী করে দেশে দ্রুতগতির ইন্টারনেট আনা যায়, তারই রোডম্যাপ তৈরি করছিল সংস্থা দুটি৷ কিন্তু টক্কর দিতে পিছিয়ে নেই এয়ারটেলও৷ এবার নোকিয়ার সঙ্গে জোট বেঁধে ৫জি পরিষেবা আনার রাস্তায় এগোল সংস্থাদুটি৷ সম্প্রতি দুই সংস্থার তরফে এই পার্টনারশিপের কথা ঘোষণা করা হয়েছে৷ তবে শুধু ৫জি নয়৷ যতদিন তা আনা সম্ভব হচ্ছে, ততদিন ৪জি পরিষেবাই কীভাবে দেশের প্রতিটি কোণায় পৌঁছয় সে ব্যাপারেই কাজ করবে সংস্থাদুটি৷
জায়ান্ট সংস্থাগুলির এই সেয়ানে সেয়ানে টক্করে ডেটার মূল্য যে কমবে, এমনটাই প্রত্যাশা ব্যবহারকারীদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.