সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়া চেহারায় নোকিয়া ৩৩১০ মডেলটি ফেরত এনে তাক লাগিয়ে দিয়েছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা। এবার ফিচার ফোন প্রেমীদের জন্য কোম্পানি নিয়ে এল আরও একটি নতুন হ্যান্ডসেট। Nokia 150। এইচএমডি গ্লোবালের লাইসেন্স প্রাপ্ত ফোনটি ইতিমধ্যেই এসে গিয়েছে ভারতের বাজারে। এইচএমডি গ্লোবালের তরফে গত বছর ডিসেম্বরেই Nokia 150 ও Nokia 150 ডুয়াল সিম-যুক্ত ফোনের ঘোষণা করা হয়েছিল। ফিচার ফোন কেনার কোনও প্ল্যান থাকলে চটপট চোখ বুলিয়ে নিন এর ফিচারগুলিতে।
অর্থাৎ বাজারে স্মার্টফোনের রমরমার আগে একটি ফোনে সাধারণত যে ফিচারগুলির প্রতি ক্রেতা আকৃষ্ট হতেন, সেই সবই থাকছে এটিতে। দাম? মাত্র ২০৫৯ টাকা। কাউকে উপহার দেওয়ার জন্যও এই ফোন আদর্শ। আপাতত আমাজন ও ফ্লিপকার্টে হ্যান্ডসেটটি অর্ডার দেওয়া যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.