Advertisement
Advertisement

চলতি মাসেই শেষ হচ্ছে Jio ‘সামার সারপ্রাইজ’ অফার, তারপর?

কীভাবে দেখবেন বর্তমান প্ল্যানটি কবে শেষ হচ্ছে?

No more Reliance Jio ‘Summer Surprise’ offer, this is what you have to do
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2017 2:37 pm
  • Updated:July 3, 2017 2:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও গ্রাহকরা এতদিন ধরে নিশ্চিন্তেই ৪জি ডেটা পরিষেবা উপভোগ করে চলেছেন। সেই কবে রিচার্জ করিয়েছিলেন, হয়তো খেয়ালও নেই। তারপর থেকে আনলিমিটেড ভয়েস কল, মেসেজ, ডেটা সবই চলছে ইচ্ছেমতো। কিন্তু এবার সময় এসেছে নড়েচড়ে বসার। জুলাই মাস শুরু হয়ে গিয়েছে। আর এই মাসেই শেষ হতে চলেছে রিলায়েন্স জিওর সামার সারপ্রাইজ অফার। অফারটি শেষ হলে এরপর কী কী করতে হবে গ্রাহকদের? চলুন জেনে নেওয়া যাক।

[কীভাবে বুঝবেন আশেপাশে কারা আপনার ক্ষতি করতে চাইছে?]

নিউ ইয়ার অফারের পর গ্রাহক সংখ্যা বাড়াতে নয়া অফার ঘোষণা করে তাক লাগিয়ে ছিলেন রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি। ৯৯ টাকা দিয়ে যাঁরা প্রাইম মেম্বারশিপ নিয়েছিলেন, তাঁরা ৩০৩ টাকার বিনিময়ে আরও তিন মাসের জন্য বিনামূল্যে ডেটা পরিষেবার অফার পেয়েছিলেন। ফলে রাতারাতি বেড়ে গিয়েছিল জিও’র গ্রাহক সংখ্যা। তবে ট্রাই-এর কড়াকড়িতে সামার সারপ্রাইজ অফার বন্ধ করে দেয় কোম্পানি। তার পরিবর্তে আসে জিও ‘ধন ধনা ধন অফার’। যেখানে ৩০৯ টাকায় ৮৪ দিনে মিলছিল ৮৪ জিবি ডেটা। ৫০৯ টাকা রিচার্জে পেয়েছিলেন ৮৪ দিনে ১৬৮ জিবি ডেটা। তবে যাঁরা সামার সারপ্রাইজ অফারটি নিয়েছিলেন, তাঁদের বিনামূল্যে পরিষেবার মেয়াদ ফুরোতে চলেছে। যদি এপ্রিল মাসে প্রাইম মেম্বার হওয়ার পর ৩০৩ টাকার রিচার্জ করে থাকেন, সেক্ষেত্রে মেয়াদ শেষ হচ্ছে ২০ জুলাই। তবে তার আগে রিচার্জ করে থাকলে শীঘ্রই শেষ হবে মেয়াদ। এরপর আপনার সিমটি অ্যাকটিভ রাখতে প্রতি মাসে ৩০৯ টাকার রিচার্জ করতে হবে। সেই রিচার্জে ২৮ দিনের জন্য দৈনিক ১ জিবি পরিষেবা মিলবে। যাঁরা ‘ধন ধনা ধন অফার’ নিয়েছিলেন, তাঁরাও আর ৮৪ দিনের মেয়াদের কোনও পরিষেবা পাবেন না। অর্থাৎ সকলের জন্যই একই অফার চালু থাকবে।

Advertisement

[OMG! মাত্র ৪৯৯ টাকায় পেতে পারেন এই স্মার্টফোন!]

এবার জেনে নিন, কীভাবে দেখবেন বর্তমান প্ল্যানটি কবে শেষ হচ্ছে? এর জন্য MyJio অ্যাপ্লিকেশনে গিয়ে MyPlan অপশন থেকেই রিচার্জের খুঁটিনাটি দেখে নিতে পারবেন। জিও ‘ধন ধনা ধন অফার’ গ্রাহকরা দেখে নিন তাঁদের ৮৪ দিনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে নাকি শীঘ্রই শেষ হতে চলেছে। MyJio অ্যাপে রিচার্জের প্ল্যানস অপশনে গিয়ে দেখে নিন কোন তারিখে রিচার্জ করেছিলেন। তাহলেই বুঝে যাবেন কবে নতুন করে রিচার্জ করতে হবে। তবে কে বলতে পারে, রিলায়েন্স মালিক হয়তো স্বাধীনতা দিবস উপলক্ষে নতুন চমক দিতেই পারেন!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement