ওয়েবসাইট সম্পর্কে জানাচ্ছেন পুলিশ আধিকারিক। নিজস্ব চিত্র
জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: অভিনব উদ্যোগ বনগাঁ জেলা পুলিশের। তদন্তের অগ্রগতি কী পর্যায়ে রয়েছে? তদন্তের গতিপ্রকৃতি কী? সেই বিষয় জানতে কেবল এবার থেকে কয়েকটা ক্লিক করলেই হবে। আর থানায় গিয়ে অপেক্ষা করার দরকার নেই অভিযোগকারীদের। বনগাঁ জেলা পুলিশের তরফ থেকে এবার ‘মাই এফআইআর স্ট্যাটাস বি পি ডি’ ওয়েব পোর্টাল নামে এই ওয়েবসাইট চালু করা হল।
থানায় অভিযোগ করার পর তদন্তের গতিপ্রকৃতি কী পর্যায়ে আছে? কতটা অগ্রগতি হয়েছে তদন্তে? সেসব জানার জন্য থানায় যেতে হয়। তদন্তকারী অফিসারকে ফোন করে জানতে হয়। অনেক ক্ষেত্রেই অপেক্ষা করতে হয় অভিযোগকারীদের। তথ্য পেতে থানায় গিয়ে অপেক্ষাও করতে হয় বহুবার। মাঝেমধ্যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নও ওঠে। এবার সেসব কিছুই আরও সঠিক পর্যায়ে আনতে চাইছে বনগাঁ জেলা পুলিশ।
মঙ্গলবার দুপুরে বনগাঁর জেলা পুলিশ অফিসে ই-পোর্টালের উদ্বোধন করেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার। পুলিশ সুপার বলেন, “বনগাঁবাসীদের জন্য পুলিশি তদন্ত বিষয়ক সহায়তায় রাজ্য সরকার ও পুলিশ বিভাগের তরফে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এটি চালু করা হল। থানায় লিখিত অভিযোগের পর ই-পোর্টালের মাধ্যমে অভিযোগের তদন্ত কোন পর্যায়ে রয়েছে, তা এক ক্লিকেই জেনে যাবেন অভিযোগকারী।” অনলাইন মাধ্যমে এই প্রক্রিয়ার সুবিধা নিতে অভিযোগকারীর মোবাইল নম্বর, কেস নম্বর থানা-সহ কোন তারিখে অভিযোগ করা হয়েছে? তা দিলেই তদন্ত কোন পর্যায়ে রয়েছে ভেসে উঠবে স্ক্রিনে। এই কথা জানানো হয়েছে।
বনগাঁ জেলা পুলিশের অধীনে বনগাঁ, বাগদা, গাইঘাটা, পেট্রাপোল, গোপালনগর এই পাঁচটি থানা আছে। সব থানার অভিযোগকারীরাই এই সুযোগ পাবে। এই ই-পোর্টাল চালু হওয়ায় পুলিশ ও অভিযোগকারী উভয়েরই সহযোগিতা হবে। পাশাপাশি স্বচ্ছতাও থাকবে। এই কথা মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.