অর্ণব দাস, বারাকপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশ আর দলের সাংসদের প্রতিশ্রুতি পূরণ। রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে তৈরি হতে চলেছে স্মার্ট ওপিডি। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হতে চলেছে স্মার্ট ওপিডি সেন্টার। তার জন্য নতুন ভবনের শিলান্যাস হেয় গেল বৃহস্পতিবার। এক্ষেত্রে আলাদা একটি ভবনে রোগীদের আউটডোর পরিষেবা দিতে মূলত প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। থাকবে ই-প্রেসক্রিপশন, ই-রেজিস্ট্রেশন এমনকি ই-রেফারাল, ই-ল্যাবরেটরির সুবিধা।
কীভাবে কাজ হবে এই স্মার্ট ওপিডি সেন্টারে? হাসপাতাল কর্তৃপক্ষ সেই পদ্ধতির কথাও জানিয়েছে। চিকিৎসককে দেখাতে বাড়িতে বসে বা হাসপাতালে এসে আধার কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে পাওয়া যাবে টোকেন। ডিসপ্লে বোর্ডে সেই টোকেনের নম্বর দেখে ডাক্তার দেখাবেন রোগীরা। প্রেসক্রিপশনও পাওয়া যাবে মোবাইলে। কী কী পরীক্ষার প্রয়োজন, তা রোগীর পাশাপাশি ল্যাবরেটরির কাছেও চলে যাবে। রিপোর্টও চলে আসবে মোবাইলে। কোন কোন ওষুধ লেখা হল প্রেসক্রিপশনে, ফার্মেসিতেও তা একইসঙ্গে পৌঁছে যাবে। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করানোর প্রয়োজন হলে সেক্ষেত্রেও হাসপাতাল তৎক্ষণাৎ তথ্য পেয়ে যাবে। রোগীদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্যও রাখা হবে হাসপাতালে।
মাস চারেক আগে উপনির্বাচনের পর নৈহাটি বড়মার মন্দিরে এসে নৈহাটি ও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের স্মার্ট ওপিডি ভবনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সাংসদ পার্থ ভৌমিক এই দুটি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে দু’কোটি টাকা করে ৪ কোটি টাকা বরাদ্দ করেছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপায়িত হওয়ার কাজ শুরু হওয়ায় খুশি নৈহাটিবাসী। বৃহস্পতিবার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হয়ে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানান, ”মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এদিন নৈহাটিতে ওপিডি ভবন নির্মাণের কাজ শুরু হল। আগামী ২৬ তারিখ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কাজ শুরু হবে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত বলেন, “সমস্তটাই প্রযুক্তির সহযোগিতায় হবে হবে। রাজ্যে এই মডেলে স্মার্ট ওপিডি এটাই প্রথম।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.