Advertisement
Advertisement

অক্ষয় তৃতীয়ায় সোনা কিনছেন? এই বিষয়গুলি মাথায় অবশ্যই রাখুন

যাই কিনবেন, যতটুকুই কিনবেন৷ দেখেশুনে কিনবেন কিন্তু!

Must know tips to buy gold this Akshaya Tritiya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 28, 2017 7:31 am
  • Updated:April 28, 2017 7:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথা আছে৷ বিশ্বাস আছে৷ তাই আছে বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথি৷ বছর ঘুরে আবার সাধ্যমতো সোনা কেনার সময়৷ সময় নতুন সূচনার৷ নতুন করে শুরু হবে হালের খাতা৷ বিশ্বাস, এতেই অক্ষয় হবে সৌভাগ্য৷ তাই, অক্ষয় তৃতীয়ায় অধিকাংশ বাঙালিরই সোনা কেনা চাই৷ কিন্তু সম্পদ যখন কিনবেন দেখেশুনে কিনতে হবে তো! যাই কিনবেন, যতটুকুই কিনবেন, বেছে নিন সেরাটাই৷

[কাশ্মীরে পাথর নিক্ষেপকারীদের শায়েস্তা করতে আসছে মহিলা রিজার্ভ ফোর্স]

Advertisement

সঠিক দামে, সঠিক পরিমাণে সোনা কিনতে হলে –

  • সোনা যখন কিনবেন তা বিশুদ্ধ কি না ভাল করে খতিয়ে দেখবেন৷ প্রয়োজনে পরীক্ষা করিয়ে নেবেন৷ হলমার্ক সোনা হলেও তা ২২ ক্যারাটের না ২৪ ক্যারাটের তা খেয়াল রাখবেন৷
  • সোনা কেনার আগে একটু বাজার দরটা ঝালিয়ে নেবেন৷ বিভিন্ন দোকানে সোনার বিভিন্ন দাম হতে পারে৷ চার-পাঁচটি দোকানের দাম মিলিয়ে তবেই সেরা দামে কিনবেন৷ আর এখন তো অনলাইনেও দাম দেখে তুলনা করে নিতে পারবেন৷

A saleswoman displays a gold bracelet as she poses for pictures at a jewellery shop in Lin'an, China, in this July 29, 2015. REUTERS/China Daily/Files

  • অনেকেই সোনা কিনতে গিয়ে পছন্দের ডিজাইন কিনে ফেলেন৷ কিন্তু সোনা কেনার ক্ষেত্রে শুধু পছন্দ নয় গুরুত্ব দেবেন এমন ডিজাইনে যার মাধ্যমে ভবিষ্যতে আপনি সর্বোচ্চ ক্যাশব্যাক পেতে পারেন৷ অনেক সোনারই ১০০ শতাংশ ক্যাশব্যাক থাকে৷ চেষ্টা করবেন সেগুলিই কিনতে৷ যাতে ভবিষ্যতে আপনার এই পুঁজি কাজে লাগে৷
  • অনেক সোনার গয়নায় রত্ন খচিত থাকে৷ চেষ্টা করবেন সেই ডিজাইনগুলি এড়িয়ে যেতে৷ কারণ সোনার দাম অক্ষয় থাকে৷ রত্নের ক্ষেত্রে হামেশা তা থাকে না৷
  • আর হ্যাঁ, গোল্ড কয়েন কেনার বদলে গোল্ড বার কেনার দিকে বেশি নজর দেবেন৷ কারণ কয়েনে তাও দেবদেবীর ছবি বা কোনও নকশা থাকে৷ কিন্তু সোনার বারে একদমই পরিপূর্ণ হয়৷ তাই হামেশা এক্ষেত্রে ১০০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়৷

gold_web

 

[উত্তর কোরিয়ার সঙ্গে ‘প্রবল’ সংঘর্ষে জড়াতে পারে আমেরিকা, হুঁশিয়ারি ট্রাম্পের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement