Advertisement
Advertisement
Mouni Roy Resturant

‘বদমাশ’ রেস্তরাঁর মালকিন মৌনী রায়, নামের মতোই নজরকাড়া মেনুও

থাকছে স্পেশ্যাল ককটেল।

Mouni Roy launches new restaurant in Mumbai Badmaash | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 29, 2023 4:57 pm
  • Updated:May 29, 2023 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দার নায়িকা। এখন ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের দায়িত্ব পালন করেন। এর মধ্যেই আরেক কাজ করে ফেললেন মৌনী রায় (Mouni Roy)। একটু ‘বদমাশ’ হলেন তিনি। কীভাবে? মুম্বইয়ের মতো ব্যস্ত শহরে নিজের রেস্তরাঁ খুলে।

Mouni-Roy-Resturant

Advertisement

রেস্তরাঁ ব্যবসায় তারকাদের আসা নতুন নয়। এই তালিকাতেই নাম লেখালেন মৌনী। নিজের রেস্তরাঁর নাম দিয়েছেন ‘বদমাশ’। সাজসজ্জায় ঠাঁই পেয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। মেনুতে যেমন স্টার-ফ্রায়েড মাশরুম মিলাগু, শিমেজি ক্রিস্পের মতো পদ রয়েছে, তেমনই থাকছে মৌনীলিসিয়াসের মতো ককটেল। কী এই মৌনীলিসিয়াস? জিনের সঙ্গে এল্ডারফ্লাওয়ার আর কারিপাতার ফ্লেভার মেশানো পানীয়।

[আরও পড়ুন: নগ্ন শরীরে সোফায় শুয়ে প্রেমিক অর্জুন! ব্যক্তিগত ছবি ফাঁস মালাইকার, তোলপাড় নেটদুনিয়া ]

বলিউড মৌনীর কর্মক্ষেত্র। নাম, যশ, অর্থ – সবই পেয়েছেন সেখানে। তবে অভিনেত্রীর শিকড় কোচবিহারে। সেখানকার জল-মাটি-হাওয়াতে বড় হওয়া। ছোটবেলার এই স্মৃতিকে সম্বল করেই যেন নিজের রেস্তরাঁর থিমে সবুজের প্রাধান্য রেখেছেন মৌনী।

Mouni-Roy-Resturant-1
সিনেমার পর্দায় মৌনীর শেষ ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১ শিবা’ (Brahmāstra: Part One – Shiva)। আর তা সুপারহিট। রণবীর-আলিয়ার পাশাপাশি জুনুন হিসেবে মৌনীর অভিনয়েরও বেশ প্রশংসা হয়েছে। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবেও গিয়েছিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: ২১ বছরের বড় নেতাকে বিয়ে, কীভাবে প্রেমে পড়লেন? জানালেন অভিনেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement