Advertisement
Advertisement

ভারতে আত্মপ্রকাশের পথে Moto M

দেখে নিন ফার্স্ট লুক, পড়ুন স্পেসিফিকেশন...

Motorola Moto M is coming to India next, says company
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 30, 2016 8:55 pm
  • Updated:November 30, 2016 10:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোটোরোলা ভারতে নিয়ে আসছে ‘মোটো এম’, যেটি সর্বপ্রথম আত্মপ্রকাশ করে চিনে৷ এ কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে মোটোরোলা৷ সংস্থা সূত্রে টুইটারে জানানোর আগেই অবশ্য অনলাইনে ফাঁস হয়ে যায় এই খবর৷ সোনালি রঙের ভেরিয়েন্টটি চিনে মুক্তি পেয়েছিল৷ সেই রঙের হ্যান্ডসেটটিই এবার মুক্তি পাচ্ছে এ দেশে৷

ওয়াটার রেজিস্ট্যান্ট হ্যান্ডসেটটির রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের৷ ৩.৫ এমএম হেডফোন জ্যাক বিশিষ্ট হ্যান্ডসেটটি ডুয়াল সিম সাপোর্টেড৷ নতুন মডেলটিতে মিলবে ফাস্ট চার্জ সাপোর্ট৷ রয়েছে ডুয়াল ফ্ল্যাশও৷

Advertisement

cywzwa_usaezqkz-1

মোটো এম-এ রয়েছে ইউনিবডি ডিজাইন, ওজন ১৬৩ গ্রাম৷ হ্যান্ডসেটের পিছন দিকটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ৫.৫ ইঞ্চির ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে৷ মিডিয়াটেক অক্টা-কোর প্রসেসরের সঙ্গে ৪ জিবি র‍্যাম৷ ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ ক্যাপাসিটি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে বাড়ানো যাবে ১২৮ জিবি পর্যন্ত৷ অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট মিলবে নয়া ফোনে, মিলবে ৩০৫০ এমএএইচ ব্যাটারি৷ দুর্দান্ত গান শোনার অভিজ্ঞতা দেবে ডলবি অ্যাটমো অডিও বুস্ট ফিচার৷

চিনে হ্যান্ডসেটটির দাম ১৯৯৯ ইউয়ান, ভারতে আনুমানিক ১৯,৯০০ টাকা দাম হতে পারে৷ গতবছর মোটো এক্স প্লে বাজারে এনেছিল যার দাম ছিল ২০ হাজার টাকার কম৷ তারপর আর এই দামের মধ্যে কোনও হ্যান্ডসেট আনেনি লেনোভো অধিগৃহীত এই সংস্থা৷ মোটো এম-ই হতে চলেছে এই বাজেটের মধ্যে সংস্থার নতুন ফোন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement