Advertisement
Advertisement

Breaking News

অনন্য ফিচার নিয়ে বাজারে এল লেনোভোর জোড়া ফোন

নয়াদিল্লিতে আজই হ্যান্ডসেট দু'টির উদ্বোধন করা হল৷

Moto Z & Moto Z Play launched in India today
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 4, 2016 9:04 pm
  • Updated:October 4, 2016 9:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি পুজোর মরশুমে মোবাইল প্রস্তুতকারক কোম্পানিগুলি একে অপরকে টেক্কা দিতে আদা জল খেয়ে লেগে পড়েছে৷ ক্রেতাদের মন জয় করতে মঙ্গলবার ভারতের বাজারে চলে এল লেনোভোর দুটি’ নয়া স্মার্টফোন Moto Z এবং Moto Z Play৷ অর্থাৎ পুজোতে যাঁরা নতুন ফোন কেনার পরিকল্পনা করছেন, তাঁরা আরও দু’টি অপশন পেয়ে গেলেন৷

  • অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো ভার্সনের মডেল দু’টির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল এই ফোন দু’টির সঙ্গে অত্যন্ত সহজে Moto Mods যুক্ত করা যাবে (দেখুন ছবি)৷ ব্যাক কভারের মতো Moto Mods সেট করে নিলেই জায়ান্ট স্ক্রিনে ভিডিও দেখা, 4K ভিডিও রেকর্ড করা এবং মিউজিক শোনার অভিজ্ঞতা আরও মজাদার হয়ে উঠবে৷moto_mods
  • দু’টি মডেলের হোম স্ক্রিনেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷
  • Moto Z- হল বিশ্বের সবচেয়ে পাতলা ফোন৷ কোম্পানি অন্তত তেমনটাই দাবি করছে৷ ৫.৫ ইঞ্চির QHD অ্যামোলেড ডিসপ্লে যুক্ত Moto Z মডেলটির ব়্যাম ৪ জিবি৷ এর ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি ইন্টারনাল৷ যা ২ টিবি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে৷ অন্যদিকে Moto Z Play মডেলটির ব়্যাম ৩ জিবি এবং ইন্টারনাল স্টোরেজ ৩২ জিবি৷
  • দু’টি মডেলের ক্যামেরার সঙ্গেই ব্যাক ও ফ্রন্ট ফ্ল্যাশ রয়েছে৷ তবে Moto Z-র রিয়ার ক্যামেরা যেখানে ১৩ এমপি সেখানে Moto Z Play-র রিয়ার ক্যামেরা ১৬ এমপি৷ দু’টি মডেলেরই ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের৷
  • এবার আসা যাক হ্যান্ডসেট দু’টির ব্যাটারি প্রসঙ্গে৷ কোম্পানির দাবি, 2600mAh ব্যাটারি যুক্ত Moto Z স্মার্টফোনটি ১৫ মিনিট চার্জ করলেই ৮ ঘণ্টা অনায়াসে চলবে৷ অন্যদিকে 3510mAh ব্যাটারি যুক্ত Moto Z Play ফোনটি নাকি একবার চার্জ করলে ৪৬ ঘণ্টা ব্যবহার করা যাবে৷

নয়াদিল্লিতে আজই হ্যান্ডসেট দু’টি লঞ্চ হল৷ ভারতের বাজারে Moto Z মডেলটির দাম ধার্য করা হয়েছে ৩৯,৯৯৯ টাকা এবং Moto Z Play ফোনটি মিলবে ২৪,৯৯৯ টাকায়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement