সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত মোটো এম স্মার্টফোনের সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল অনলাইনে৷ শুধু বিবরণই নয়, টুইটারে ফাঁস হয়ে গিয়েছে হ্যান্ডসেটটির ছবিও৷
অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, মোটো এম হ্যান্ডসেটটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫৷ সঙ্গে ৩/৪ জিবির র্যাম ও অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ অ্যাড্রিনো ৫০৬ গ্রাফিক্স-এর সৌজন্যে মিলবে দুর্দান্ত স্ক্রিন রেজোলিউশন৷ ডিসেম্বরেই প্রকাশ্যে আসতে চলেছে হ্যান্ডসেটটি৷
ক্যামেরার প্রসঙ্গে আসা যাক৷ নয়া হ্যান্ডসেটটিতে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকবে৷ ৫.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে৷ ইন্টারনাল স্টোরেজ টেক্কা দিতে পারে সমসাময়িক যে কোনও ফোনকে৷ ৩২ ও ৬৪ জিবির দুটি ভেরিয়েন্ট আসবে বাজারে৷ বাজারের পরিস্থিতি বুঝে শেষে আসতে পারে ১২৮ জিবির মডেলও৷ অ্যান্ড্রয়েড সোল-এর দাবি, ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের মডেলটি শুধুমাত্র চিনে আত্মপ্রকাশ করবে৷ ভারত-সহ বিশ্বের অন্যান্য দেশে আসবে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের হ্যান্ডসেটটি৷
সাউন্ডের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে নয়া মডেলে৷ লেনোভোর ১.৫ ওয়াটের স্পিকারের সঙ্গে থাকবে স্মার্ট অ্যামপ্লিফায়ার৷ সঙ্গে ৫১০০ এমএএইচ ব্যাটারি৷ ৩.৫ এমএম মিউজিক জ্যাক থাকবে৷ নয়েস ক্যানসেলেশন ইউনিট ছাড়াও থাকবে দুটি মাইক্রোফোন৷ তবে এট ফিচার সমৃদ্ধ হ্যান্ডসেটটির দাম এখনও জানা যায়নি৷
দেখুন সেই ফাঁস হওয়া ছবি-
Look what we have! #MotoM
Motorola Moto M
Coming soon! pic.twitter.com/9sgNIc6a5S— Vaibhav (@vvaiibhav) October 22, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.