Advertisement
Advertisement

Breaking News

বাজার কাঁপাতে আসছে Moto G (Gen 4)

ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে মোটোরোলা ইন্ডিয়ার নয়া স্মার্টফোন- মোটো জি(ফোর্থ জেনারেশন), সংক্ষেপে মোটো জি৪৷

Moto G (Gen 4) Launch on Tuesday, Will Be Amazon India Exclusive
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2016 4:49 pm
  • Updated:June 11, 2018 3:46 pm  

ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে মোটোরোলা ইন্ডিয়ার নয়া স্মার্টফোন- মোটো জি(ফোর্থ জেনারেশন), সংক্ষেপে মোটো জি৪৷ ই-কমার্স সাইট আমাজন ইন্ডিয়ায় এক্সক্লুসিভ রিলিজ করবে নয়া ফোনটি৷

মোটোরোলা মোবিলিটি ইন্ডিয়ার কান্ট্রি হেড অমিত বনি এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “বাজারে নতুন ফোন আনার ক্ষেত্রে আমাজনকে বেছে নেওয়ার কারণ ভারতে ই-কমার্স সাইট এখন বুমিং ইন্ডাস্ট্রি৷ আমাজনের সঙ্গে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা খুশি৷”

Advertisement

হোয়াটসঅ্যাপে যুক্ত হল ভিডিও কলিং ফিচার!

নয়া ফোনের বিজ্ঞাপনে বিশেষ কয়েকটি ফিচারসের উপর বিশেষ জোর দিয়েছে লেনোভো অধিকৃত মার্কিন সংস্থাটি৷ যেমন বাজেট স্মার্টফোনে বড় বড় গেমস খেলতে গেলে অনেকসময় ফোন ‘হ্যাং’ করে যায়৷ ব্যাটারি কম হয়ে গেলে আচমকাই ‘অফ’ হয়ে যায়৷ আবার ‘স্লো’ ক্যামেরা অটো-ফোকাসের জন্য অনেকসময় কোনও গুরুত্বপূর্ণ ছবিও তোলা যায় না৷ সংস্থা সূত্রে খবর, মোটো জি৪ মডেলে উপরের কোনও সমস্যারই দেখা মিলবে না৷

এবার আসা যাক, ফোনের স্পেসিফিকেশনে৷ সংস্থা এখনই স্বীকার না করলেও, সূত্রের খবর এই মডেলের স্ক্রিন ৫.৫ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশনের৷ সঙ্গে অক্টা-কোর প্রসেসর, ২ জিবি র‍্যাম, ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ৷ ছবি তোলার জন্য থাকবে ১৩ এমপি ক্যামেরা৷ ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি সাদা মোটো জি৪ মডেলের ছবি সত্যি হলে, নয়া ফোনে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement